সঙ্গী মাংস খেলে যৌনতা নয়, পেটার এই আর্জিতে তাজ্জব বিশ্ব

সঙ্গী মাংস খেলে যৌনতা নয়, পেটার এই আর্জিতে তাজ্জব বিশ্ব

#নয়াদিল্লি : বিশ্ব উষ্ণায়ন বেরেই চলেছে ৷ পৃথিবীর জলবায়ুরও পরিবর্তন ঘটছে দিনের পর দিন ৷ কিন্তু পৃথিবীকে উষ্ণায়ন থেকে বাঁচাতে এক আজব আর্জি করে বসল ‘পেটা’ (PETA)  বা  “পিউপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস ৷ “

পশুদের অধিকার নিয়ে সরব হওয়া এই  বিশেষ সংস্থার মতে উষ্ণায়ন এবং জলবায়ু বাঁচাতে পারে একমাত্র মহিলারাই ৷ শুনতে অবাক লাগলেও এমনই এক আশ্চর্যজনক দাবি করেছে সংস্থাটি ৷ ‘পেটা’র এক বিশেষজ্ঞ ড. ক্যানিস বেনেট মহিলাদের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন ৷ একটি সাক্ষাৎকারে বেনেট মহিলাদের বলেন , “আপনার পুরুষ সঙ্গী মাংস খেলে তাঁর সঙ্গে সহবাস করবেন না “৷

ড. বেনেট আরও জানিয়েছেন, উষ্ণায়নের জন্য পুরুষরাই বেশি দায়ী ৷ ‘পেটা’র তরফ থেকে এক রিপোর্ট পেশ করা হয়েছে ৷ যাতে  দেখানো হয়েছে মহিলাদের থেকে পুরুষরাই বেশি মাংস খান ৷  এই অতিরিক্ত মাংস খাবার প্রভাব পড়ে পরিবেশের উপর ৷ তাই পরিবেশ বাঁচাতে মহিলাদের কাছে যৌন ধর্মঘট করার আর্জি জানিয়েছেন ‘পেটা’৷

সংস্থাটির একটি রিপোর্টে দাবি করা হয়েছে ,  পরিবেশে প্রায় ৪১ শতাংশ গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করেন পুরুষরাই ৷ এমনকি পুরুষরা পরিবেশে বেশি কার্বনও তৈরি করে ৷  তাই ‘পেটা’র অভিমত পরিবেশ বাঁচাতে মহিলাদের উচিত মাংস খাওয়া পুরুষের সঙ্গে সহবাস না করা ৷ পুরুষদের মাংস খাওয়া কমাতেই এমন আর্জি  ‘পেটা’র  ৷

‘পেটা’র এই বিশেষ আর্জিতে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷  ‘পেটা’র এই বিবৃতিতে সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা ৷ চিরকাল পশুদের অধিকার নিয়ে সরব হয়েছে এই সংস্থা ৷ বর্তমানে প্রায় ২০ লক্ষেরও বেশি সমর্থন করেন এই সংস্থাটিকে ৷

Published by:Anulekha Kar

(Source: news18.com)