ইচ্ছে আর বুদ্ধি থাকলে কী-ই না হয়! মায়ের কীর্তিকে কুর্নিশ নেটদুনিয়ায়

ইচ্ছে আর বুদ্ধি থাকলে কী-ই না হয়! মায়ের কীর্তিকে কুর্নিশ নেটদুনিয়ায়

প্রবাদ বলে, সব আবিষ্কারের জননীই প্রয়োজন৷ কিন্তু বাস্তবে যদি কোনও মা তাঁর সন্তানের জন্য কিছু আবিষ্কার করেন, তা সে যত সামান্যই হোক না কেন, আমাদের মন ছুঁয়ে যায়৷ সেরকমই এক ভিডিও ক্লিপ এ বার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটি পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণী মা তাঁর সন্তানের জন্য সাইকেলে অভিনব বসার ব্যবস্থা বানিয়েছেন৷

এই অভিনব আবিষ্কারের জন্য তরুণীকে খুব বেশি মাথা খাটাতে হয়নি৷ তিনি কেবল একটা ছোট্ট প্লাস্টিকের চেয়ার আটকে নিয়েছেন সাইকেলের সঙ্গে৷ সেখানেই দিব্যি বসে রয়েছে তার ছোট্ট মেয়ে৷ তাকে নিয়ে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে চলেছেন মা৷ দিব্যি বোঝা যাচ্ছে তাঁরা দু’জনেই এই সাইকেল-সফর বেশ উপভোগ করছেন৷

আরও পড়ুন :  ফাউন্ডেশন আর কনসিলারই কামাল দেখাবে, পুজোয় সারাদিন মেকআপ থাকবে তরতাজা, জেনে নিন কী করতে হবে

ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন ‘একজন মা তাঁর সন্তানের জন্য কী-ই না করতে পারেন!’ ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ বলছে জীবনের অধিকাংশ সমস্যা সমাধানের জন্য দরকার একটু সৃজনীশক্তি আর সদিচ্ছা, তার বেশি কিছু নয়৷ এখনও পর্যন্ত ভাইরাল ভিডিওটির ভিউজ ১.৪ মিলিয়নের বেশি৷ নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন তরুণীর উপস্থিত বুদ্ধিকে ৷

Published by:Arpita Roy Chowdhury

(Source: news18.com)