বুমরাহর বদলে টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে কে, আলোচনায় ৩ নাম

বুমরাহর বদলে টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে কে, আলোচনায় ৩ নাম

#মুম্বই: চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। কিন্তু টি২০ বিশ্বকাপে তাকে পাওয়া যাবে সেই আশাটুকু অন্তত ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিডে চোট সারিয়ে দলে ফিরেছিলেন বুম বুম। কিন্তু খুব একটা ছন্দে পাওয়া যায়নি বুমরাহকে।

তৃতীয় ম্যাচে অজিদের বিরুদ্ধে চার ওভারে ৫০ রান দিয়েছিলেন বুমরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে বুমরা দলে না থাকায় প্রশ্ন উঠতে শুরু করে।

জানা যায় পিঠে ব্যাথা রয়েছে তারকা পেসারের। ফলে আশঙ্কার মেঘ দানা বাধছিল বুধবার থেকেই। শুক্রবার সত্যি হল সেই আশঙ্কা। পিঠে মারাত্মক চোটের কারণে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ।

এশিয়া কাপে ভারতীয় দলে বুমরার অভাব টের পাওয়া গিয়েছিল। টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ৪ দন পেসার নেওয়া হয়েছিল। ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং-য়ের সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরা।

কিন্তু ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বযুদ্ধে বুমরাহর ছিটকে যাওয়া ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। ফলে তার জায়গায় কোন কোন পেসার টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন তা নিয়ে চলছে জল্পনা। আলোচনায় রয়েছেন তিনটি নাম।

মহম্মদ শামি-

গত বছর টি২০ বিশ্বকাপের পর একটিও টি২০ ম্যাচ খেলেননি মহম্মদ শামি। টি২০ বিশ্বকাপের মূল দলে তাকে রাখা হয়নি। রিজারভ দলে ছিলেন শামি। অস্ট্রেলিয়ার পেস-সুইং-বাউন্স সহায়ক উইকেটে শামিকে না রাখা নিয়ে সমালোচনাও কম হয়নি।

তবে বুমরা না থাকায় বিশ্বকাপের দলে মহম্মদ শামির ঢুকে পড়ার একটা সুযোগ থাকছেই। তবে করোনা আক্রান্ত হওয়ায় ঘরের মাঠে শেষ দুই টি২০ সিরিজেও দলে নেই শামি। ফলে শামিকে দলে নিলে গত বিশ্বকাপের পর ফের বিশ্বকাপে খেলবেন শামি।

দীপক চাহার-

চোটের কারণে দীপক চাহারও দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন। বুমরা ও চাহার একসঙ্গে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব সেরেছেন। চোট সারিয়ে দলে ফিরে যেকটি ম্যাচে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচেও ভালো বোলিং করে নিয়েছেন ২ উইকেট। যেহেতু ম্যাচের মধ্যে রয়েছেন দীপক চাহার তাই অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট তারও পাকা হতে পারে।

উমেশ যাদব-

সাদা বলের ক্রিকেটে দীর্ঘ দিন ব্রাত্য ছিলেন উমেশ যাদব। তবে অজিদের বিরুদ্ধে দলে সুযোগ পেয়েছিলেন তিনি। আইপিএলেও কেকেআরের হয়ে টি২০ ক্রিকেটে ভালো বোলিং করে নজর কেড়েছিলেন উমেশ। সম্ভাবনা কম হলেও আলোচনায় উঠে আসছে উমেশ যাদবের নাম।

Published by:Suman Majumder

(Source: news18.com)