আগামী কয়েক সপ্তাহেই কি আকাশে দেখা যাবে জেট এয়ারওয়েজকে? বিমান ভাড়া নিল সংস্থা

আগামী কয়েক সপ্তাহেই কি আকাশে দেখা যাবে জেট এয়ারওয়েজকে? বিমান ভাড়া নিল সংস্থা

কলকাতা: বছর শেষের আগেই কি শুরু হচ্ছে জেট এয়ারওয়েজের উড়ান! তেমনই ইঙ্গিত দিচ্ছেন সংস্থার কর্মকার্তারা। জানা গিয়েছে, বিমান প্রস্তুতকারকদের সঙ্গে কথা বার্তা চলছে। বিমান ভাড়া নেওয়ার জন্য ইজারাদারদের সঙ্গেও আলোচনাও অনেকখানি এগিয়েছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফের কাজে ফিরতে পারে জেট, এমনই দাবি করেছেন এয়ারলাইনের আধিকারিকরা।

এক সময় আকাশে উড়ে বেড়ানো এই সংস্থা হাত বদলের পর এখন জালান-কালরক কনসোর্টিয়ামের মালিকানায় রয়েছে। চলতি বছরই কাজে ফেরার ইঙ্গিত মিলেছিল। মে মাসেই বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ জেট এয়ারওয়েজের উড়ান সংক্রান্ত শংসাপত্র ফের বৈধ করেছিল।

সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, জেট এয়ারওয়েজের কাজ নতুন করে শুরু হয়ে যেতে পারে চলতি বছরের মধ্যেই। সেই অনুযায়ী প্রাথমিক উড়ান পরিকল্পনা চূড়ান্ত হতে চলেছে শীঘ্রই। এর আগেই অবশ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা অক্টোবরেই কাজ শুরু করার লক্ষ্য স্থির করেছে।

কিন্তু তেমনটা শেষ পর্যন্ত হয়নি। সূত্রের খবর, অক্টোবরের মধ্যে কাজ শুরু করা প্রায় অসম্ভব। এ বিষয়ে কথা বলতে গিয়ে কনসর্টিয়ামের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, খুব শীঘ্রই পরিষেবা চালু হয়ে যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমরা কোনও সময়সীমা নির্ধারণ করিনি। কবে থেকে পরিষেবা চালু হবে তার নির্দিষ্ট তারিখ আমরাই নির্ধারণ করব। আমরা লম্বা দৌড়ের জন্য নামছি, হঠাৎ উত্তেজিত হয়ে পড়তে চাই না। আমরা বলেছিলাম ২০২২ সালের অক্টোবরের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্য রেখেছি, আমরা সেই লক্ষ্যের খুব কাছাকাছিই রয়েছি।’’

সংস্থার তরফে এর আগে এক নির্বাহী বলেছিলেন, এয়ারলাইনটি উড়োজাহাজ লিজ দেওয়ার জন্য আলোচনা চালাচ্ছে। সে বিষয়ে সংস্থা অনেকখানিই এগিয়ে গিয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করা হতে পারে। মুখপাত্রের মতে, একটি এয়ারলাইন শুরু করা বা পুনরায় চালু করা একটি জটিল বিষয়। পাশাপাশি তিনি দাবি করেন বিমান এবং ইঞ্জিন- উভয়ের জন্য সম্ভাব্য সর্বোত্তম শর্ত এবং চুক্তি পেতে চান তাঁরা। এর মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ চুক্তি এবং কৌশলগত প্রয়োজনীয়তা পূরণের জন্য বিমান কনফিগার করার মতো বিষয়ও।

Published by:Siddhartha Sarkar

(Source: news18.com)