হ্যামের জোগান নেই কেন! মানিক ভট্টাচার্যের দাবিতে অতিষ্ঠ অতিথিশালার কর্মীরা

হ্যামের জোগান নেই কেন! মানিক ভট্টাচার্যের দাবিতে অতিষ্ঠ অতিথিশালার কর্মীরা

#রাজীব  চক্রবর্তী, নয়াদিল্লি: ঘর থেকে খুব একটা বাইরে বের হচ্ছেন না। খেতে চাইছেন মশলাদার পছন্দের খাবার। তাও আবার রুম ডেলিভারি। কচি পাঁঠার ঝোল, হ্যাম, পর্ক ইত্যাদি। খাবার একটু এদিক-ওদিক হলেই জুড়ে দিচ্ছেন চিৎকার।  তাঁর জ্বালায় অতিষ্ঠ অতিথিশালার কর্মীরা। যেমন. দুদিন আগে তিনি খেতে চেয়েছেন হ্যাম। সচরাচর বাঙালি অতিথি হ্যাম খেতে চেয়েছেন এমন নজির রেস্টুরেন্টের কর্মীদের কাছে নেই। পছন্দ মতো হ্যামের জোগান দিতে না পারায় রেস্টুরেন্টের কর্মীদের ওপর গলা চড়িয়েছেন মানিক ভট্টাচার্য।

এই সেই মানিক ভট্টাচার্য যিনি প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত। যিনি আদালতের নির্দেশ অগ্রাহ্য করে সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন। যিনি তাকিয়ে আছেন শীর্ষ আদালতে রেহাই পাওয়ার অপেক্ষায়।

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য দিল্লিতে  রয়েছেন। ৩ নম্বর, হ্যালি রোডে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবন। এই ভবনের ৫ তলায় রুম নম্বর ৫১২ তে উঠেছেন সিবিআই এর হাজিরা এড়ানো মানিক ভট্টাচার্য। এক আত্মীয়কে নিয়ে গত চার দিন ধরে এখানেই রয়েছেন তিনি।

এদিকে সিবিআই সূত্রে খবর, মামলা যেদিকে গড়িয়েছে তাতে মানিক ভট্টাচার্যের আগামী দিন খুব একটা সুখকর হবেনা। বোধহয় মানিক নিজেও জানেন সে কথা। দু’দিন আগেই আগেই বঙ্গভবনের ৫১২ নম্বর রুমে তাকে খুঁজে বের করেছে নিউজ ১৮ বাংলা। দৃশ্যত মেজাজ হারিয়েছেন তিনি। সাংবাদিকদের ওপর চড়াও হতে চেয়েছেন। কিন্তু আসল রহস্য জানা গেল রেস্টুরেন্টের কর্মচারী এবং অতিথিশালার কর্মচারীদের সঙ্গে কথা বলে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা জানাচ্ছেন, বিধায়ক হওয়ায় মানিক ভট্টাচার্য নিজের নামে রুম বুক করে এসেছেন। রয়েছেন একজন সঙ্গীকে নিয়ে। রুমের মধ্যে সব সময় ল্যাপটপ খুলে কিছু করছেন। এতে কারো কোন সমস্যা হওয়ার কথা নয়। হচ্ছেও না। কিন্তু ঘন ঘন ভালো-মন্দ খাবার খেতে চাওয়া এবং একটু এদিক ওদিক হলেই মেজাজ হারানোয় মানিককে নিযে বিরক্ত রেস্টুরেন্ট এবং অতিথিশালার কর্মীরা।

কখনো ডিনারে হ্যাম খেতে না পাওয়ায় রেস্টুরেন্ট কর্মীদের মুণ্ডপাত করছেন। আবার কখনো পছন্দমত চা-কফিতে চিনি বা দুধের পরিমাণ কম বেশি হওয়ায় চিৎকার চেঁচামেচি জুড়ে দিচ্ছেন। স্বভাবতই এমন অতিথিকে নিয়ে বিরম্বনা হয়ে পড়েছে বঙ্গভবনের রেস্টুরেন্টের দায়িত্ব থাকা একটি বেসরকারি সংস্থার কর্মীরা।

Published by:Rachana Majumder

(Source: news18.com)