Weekend Trip: কালিম্পংয়ের ছোট্ট গ্রাম, পাহাড়ের মাথায় হোম স্টে আর কাঞ্চনজঙ্ঘা

Weekend Trip: কালিম্পংয়ের ছোট্ট গ্রাম, পাহাড়ের মাথায় হোম স্টে আর কাঞ্চনজঙ্ঘা

হাতে দিনতিনেকের ছুটি পেলেই কি আপনার মনটা পাহাড়-পাহাড় করে। মনে মনে ভাবেন কী করে হারিয়ে যাবেন কোনও ছোট্ট পাহাড়ি গ্রামে। যেখানে শহরের কোলাহল আপনাকে ছুঁতেও পারবে না। সারা সপ্তাহের কাজের চাপ থেকে মিলবে অখণ্ড শান্তি। তবে চলে আসুন কালিম্পংয়ের এই গ্রামে। যেখানের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। যেখানে এলে আপনার আর বাড়ি ফিরতে মন চাইবে না। লোলেগাঁও থেকে দূরত্ব ৩৫কিমি। আর কালিম্পং থেকে ২৮ কিমি।

কথা হচ্ছে চারখোলে প্রসঙ্গে। নর্থবেঙ্গলের অফবিট জায়গার মধ্যে অন্যতম সুন্দর এই জায়গা। একানে পাইন বন, ফার্নের সারি। একঝলকে মনে হয় যেন সবুজের চাদরে কেউ মুড়ে দিয়েছে গোটা জায়গাটা। এই জায়গা এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের আওয়াজেই চমকে উঠতে হয়। সঙ্গী হয় ঝিঁঝির ডাক আর পাখির কলতান।

সঙ্গে চোখ ধাঁধিয়ে দেয় রং-বেরঙের ফুল। রাস্তার ধারে, হোম স্টে-তে যেখানেই যাবেন সেখানেই ফুলের গাছ। শীতে এই সমারোহ যেন আরও বেড়ে যায়। আর সঙ্গে সবচেয়ে বড় পাওনা নিসন্দেহে কাঞ্চনজঙ্ঘা। চারখোলের একাধিক জায়গা থেকে আপনি তার দেখা পাবেন। তবে সবচেয়ে ভালো দেখা যায় গ্রামের মধ্যে থাকা ওয়াচ টাওয়ার থেকে। সঙ্গে পুরো গ্রামটার বার্ড আই ভিউ-ও পেয়ে যাবেন।

চারখোলে ব্লু পাইন রিসর্ট।

চারখোলের অন্যতম আকর্ষণ এখানে গ্রামের সবচেয়ে উপরে, পাহাড়ের মাথায় থাকা ব্লু পাইন রিট্রিত রিসর্ট। খুব যত্ন নিয়ে সাজানো হয়েছে এটি। রিসর্ট থেকেও দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আপনি এখানে না থকলেও ঘুরে দেখতে পারবেন। এছাড়াও থাকার জন্য মধ্যম বাজেটেরও কিছু রিসর্ট পাবেন। যার মধ্যে রয়েছে আদিত্য হোম স্টে, চারখোলে কাঞ্চেন রিসর্ট, ম্যাপেল ভিলেজ মাউন্টেন রিসর্ট-সহ আরও অনেকগুলি। সোলো ট্রিপ হোক বা হানিমুন, অথবা বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা, চারখোলের সত্যিই জিরি মেলা ভার। খুব সহজেই দুদিন কাটিয়ে তাজা বাতাস নিয়ে ফিরতে পারবেন। রোজের ক্লান্তি দূর হয়ে যাবে কখন নিজেই বুঝবেন না।

কাছেই কালিম্পং, ডেলো, লোলেগাঁও-এর মতো জনপ্রিয় ঘোরার জায়গা। একটা দিন এখানে কাটিয়ে চলে যেতে পারেন সেখানে। তবে এত নিরিবিলি ওখানে পাবেন না।

প্লেনে আসলে আপনাকে নামতে হবে বাগডোগরা। সেখান থেকে ভাড়া গাড়িই ভরসা। শেয়ার গাড়িতে এলে কালিম্পং থেকে আপনাকে নিতে হবে ভাড়ার গাড়ি। ট্রেনে এলে নামুন মালবাজার বা এনজেপি।