উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ফের বদলের সিদ্ধান্ত, বড় ঘোষণা সংসদের

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ফের বদলের সিদ্ধান্ত, বড় ঘোষণা সংসদের

#কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ফের বদল নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার এই মর্মে স্কুলগুলিকে ফের নির্দেশিকা পাঠালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্রে কী কী বদল আনা হয়েছে, তার বিস্তারিত তথ্য নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

ছাত্র-ছাত্রীদের জানানোর জন্য স্কুলগুলিকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল. পার্ট এ এবং পার্ট বি আলাদা করে থাকবে না উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রে। একটিই প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের উত্তর লিখতে হবে। এ দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা দিয়ে জানিয়েছে, একটিই প্রশ্নপত্রে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সমস্ত প্রশ্ন থাকবে।

সব প্রশ্নের উত্তরই আলাদা ভাবে খাতায় লিখতে হবে ছাত্রছাত্রীদের। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের মতামত ও পরামর্শকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের জানানো হয়েছে, মূলত প্রশ্নপত্র ও উত্তরপত্রের কোন কোন অংশে পরিবর্তন করা হয়েছে।

সংসদ জানাচ্ছে, আগের প্রশ্নপত্রে অনেক বেশি জটিলতা ছিল। কিন্তু এবার প্রশ্নপত্র অনেকটাই সরল হবে বলেই আশা করছেন সংসদের আধিকারিকরা। মূলত এতদিন প্রশ্নপত্রের পার্ট এ- তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হতো। আর পার্ট বি-তে থাকত সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। সেখানে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করতে হতো। তারপর দুটি উত্তরপত্র একসঙ্গে জুড়ে জমা দিতে হতো।

কিন্তু এই ব্যবস্থা এবার থেকে আর থাকবে না। সংসদের তরফে এমনটাই জানানো হয়েছে নির্দেশিকা দিয়ে। ছাত্র ছাত্রীদের মধ্যে এই নয়া নির্দেশিকা নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না হয়, তার জন্য একাধিকবার এই নির্দেশিকাকে সরলীকরণ করে জারি করা হচ্ছে।

 অন্যদিকে ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পুজো মিটলেই বিভিন্ন জেলায় জেলায় পরীক্ষা প্রস্তুতি নিয়ে বৈঠকে যাবেন সংসদের আধিকারিকরা। ইতিমধ্যেই সংসদের তরফে জানানো হয়েছে, পুরো সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। কোন বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে সংসদের তরফে।

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)