ইস্তাহারের মানচিত্র থেকে বাদ জম্মু -কাশ্মীর, লাদাখ! ক্ষমা চাইলেন শশী তারুর

ইস্তাহারের মানচিত্র থেকে বাদ জম্মু -কাশ্মীর, লাদাখ! ক্ষমা চাইলেন শশী তারুর

নয়াদিল্লি: ফের বিতর্কে জড়ালেন শশী তারুর ! কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পেশের পরেই নতুন বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ । ইস্তাহারের মানচিত্রে ভুল থাকায় সোশ্যাল মিডিয়ায় ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে নেন তিনি। তড়িঘড়ি মানচিত্র সংশোধন করাও হয় ।

ঘটনাটা ঠিক কী? এটা জানতে পিছন ফিরে দেখতে হবে ঘটনা । কেরলের তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ সম্প্রতি যে ইস্তাহার প্রকাশ করেছেন, তার মানচিত্রে ভুল রয়েছে । সেই মানচিত্রে বাদ পড়েছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের একাংশ । এই ঘটনার পরেই বিতর্ক শুরু হয় । ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি সেই ইস্তাহার বদলে দেন শশী তারুর । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন নতুন ইস্তাহার। শুধু তাই নয়, ভুলের জন্য ‘নিঃশর্ত ক্ষমা’ চান শশী তারুর ।

আজ নিজের ট্যুইটার হ্যান্ডেলে শশী তারুর লেখেন, ‘কেউ কোনও উদ্দেশ্য নিয়ে এমন ভুল করে না । স্বেচ্ছাসেবকদের একটা ছোট দল এই ভুলটা করে ফেলেছে ।’ এর সঙ্গেই তিনি লেখেন, “আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এই ভুল সংশোধন করেছি এবং এই ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইছি ।’

এই প্রথম নয়, এর আগেও ভুল মানচিত্র প্রকাশের অভিযোগ উঠেছিল শশী তারুরের বিরুদ্ধে । তবে শশী তারুরের এই ভুল মানচিত্র প্রকাশ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে । বিজেপি নেতা অমিত মালব্য ইঙ্গিত করেছেন, ভারতকে বিভক্ত করতে চাইছিলেন শশী তারুর । যদিও এই নিয়ে দলের তরফে কোনও রকম মুখ খোলা হয়নি। এই ঘটনায় বিজেপি নেতা কংগ্রেস দলের নেতা রাহুল গাঁধীর ‘ভারত জোড়ো যাত্রা’-র কথাও উল্লেখ করে কটাক্ষ করেছেন ।

(Source: abplive.com)