বাংলাদেশঃ দেশে গণতন্ত্রের কোনো কিছুই নেই

বাংলাদেশঃ দেশে গণতন্ত্রের কোনো কিছুই নেই

সান নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সভা-সমাবেশে লাঠিসোটা নিয়ে মিছিল মিটিং করা এটি রাজনীতির জন্য অশনি সংকেত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিন্তু এখানে গণতন্ত্রের কোনো কিছুই নেই। এখানে স্বাধীনভাবে কথা বলা, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে তা আগামী নির্বাচনের জন্য ভালো হবে না।

শনিবার (১ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে দেখতে যান। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলার জাতীয় পার্টির সদস্য তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসীরা মঠবাড়িয়া তুষখালী সড়কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। শফিকুলের একটি পা বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/কেএমএল