এতদিনে টি২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়, কী বললেন টিম

এতদিনে টি২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়, কী বললেন টিম

গুয়াহাটি: টি২০ বিশ্বকাপ উপলক্ষে এশিয়া কাপের পরই দল ঘোষণা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। জসপ্রীত বুমরাহকে রেখেই করা হয়েছিল দল ঘোষণা। কিন্তু বিশ্বকাপের আগেই পিঠের ব্য়াথার কারণে ছিটকে গিয়েছেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে বুমরাহের ছিটকে যাওয়ার বিষয়ে সরকারি ঘোষণা করা হয়নি। তবে যে দল পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট বলে জানালেন রাহুল দ্রাবিড়।

বুমরাহকে নিয়ে আরও কিছু দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। সেই কথা জানিয়েছেন খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তবে যে দল রাহুল দ্রাবিড় পেয়েছেন তাতেই খুশি ভারতীয় কোচ। কারণ তার সাফ বার্তা, চোট-আঘাত এগুলি থাকবেই। তবে দলে যেই দক্ষতার ক্রিকেটাররা রয়েছে তারাও নিজেদের প্রমাণ করেছে। শুধু তিনি নন ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট যে দল নির্বাচন নিয়ে খুশি সেই কথাও জানিয়েছেন রাহুল দ্রাবিড়।

রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘‘আমাদের নিজেদের মধ্যে স্বচ্ছ ধারণা ছিল যে, আমাদের কী ধরনের কম্বিনেশন প্রয়োজন। আপনি অনেক মাস আগে প্লেয়ারদের বাছাই করতে পারবেন না। কারণ তখন কে ফিট থাকবে বা কে ফর্মে থাকবে, বোঝা যায় না। আমি মনে করি, আমরা যে ধরনের দক্ষতা চাই, সেই সম্পর্কে আমরা বেশ স্পষ্ট ছিলাম এবং সেই মতই দল নির্বাচন করতে পেরেছি।’’

এছাড়াও রাহুল দ্রাবিড় বলেছেন,’ইনজুরি এবং অন্যান্য বিষয়ের জন্য সব কিছু নিখুঁত হবে না। তবে আমি মনে করি যে, স্কোয়াডের দক্ষতার পরিপ্রেক্ষিতে, প্রত্যেকেই ফিট। আমাদের যা আছে, তা নিয়ে আমি বেশ খুশি। আমাদের কাছে এমন দক্ষতা রয়েছে, যা আমাদের বিভিন্ন কম্বিনেশন এবং বিভিন্ন ধরণের একাদশ তৈরি করতে সাহায্য করবে।’ ফলে পরিস্থিতি যাই হোক তার কোচিংয়ে ভারতীয় দল যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত সেই বার্তাই দিতে চেয়েছে টিম ইন্ডিয়ার হেড স্য়ার।

Published by:Sudip Paul

(Source: news18.com)