সিম না বদলেই ৫ জি পরিষেবা, সঙ্গে ১ জিবিপিএস স্পিড! বিরাট ঘোষণা করল জিও

সিম না বদলেই ৫ জি পরিষেবা, সঙ্গে ১ জিবিপিএস স্পিড! বিরাট ঘোষণা করল জিও

#মুম্বাই: আগামিকাল ৫ অক্টোবর থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসীতে শুরু হচ্ছে রিলায়েন্স জিও-র ট্রু ৫জি পরিষেবা৷ জিও-র বর্তমান গ্রাহকদের জিও-র ট্রু ৫জি পরিষেবার বেটা ট্রায়াল নেওয়ার আমন্ত্রণও দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে৷ যাঁরা জিও-র ৫জি পরিষেবার বেটা ট্রায়াল অফার গ্রহণ করবেন, তাঁরা ১জিবিপিএস পর্যন্ত ডেটা স্পিড উপভোগ করতে পারবেন বলে দাবি করেছে সংস্থা৷

যে জিও গ্রাহকদের কাছে ৫জি এনাবেলড স্মার্টফোন রয়েছে, ৫জি পরিষেবা পাওয়ার জন্য তাদের সিম কার্ডও বদগলাতে হবে না৷ সংস্থার পক্ষ থেকে জিও ৫জি ওয়েলকাম অফার পেলে তাঁদের সিম ট্রু ৫জি পরিষেবার জন্য আপগ্রেড করে দেওয়া হবে৷

রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড-এর চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন, ‘ভারতের মতো বিশাল দেশে সবথেকে বৃহত্তম এবং দ্রুততম ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে জিও৷ শুধুমাত্র হাতেগোণা কয়েকজন অথবা বড় শহরের বাসিন্দারাই ৫জি পরিষেবা উপভোগ করবেন, তা হতে পারে না৷ দেশের প্রত্যেক নাগরিক, প্রতিটি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে এই পরিষেবা পৌঁছনো উচিত৷’

শুধুমাত্র দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী নয়, দেশের অন্যান্য শহরেও খুব শিগগিরই ৫জি-র বেটা ট্রায়াল পরিষেবা নিয়ে আসবে জিও৷ যতদিন না ৫জি নেটওয়ার্ক গোটা শহরে ছডিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, ততদিন বেটা ট্রায়াল চলবে৷

জিও দাবি করেছে, তাঁদের ৫জি পরিষেবা তিনটি দিক দিয়ে প্রতিযোগী সংস্থাগুলির থেকে এগিয়ে৷ প্রথমত, জিও-র ৫জি পরিষেবা ৪জি নেটওয়ার্কের উপরে নির্ভরশীল নয়৷ ফলে নেটওয়ার্ক কভারেজ কমে যাওয়ার মতো সমস্যা এড়ানো যাবে৷

একমাত্র জিও-র কাছেই ৭০০ মেগা হার্ৎজস লো ব্যান্ড স্পেকট্রাম রয়েছে৷ ফলে ঘরের ভিতরেও ৫জি পরিষেবাও ভাল ভাবে পাওয়া যাবে৷

ইতিমধ্যেই দেশের আটটি শহরে ৫জি পরিষেবা চালু করেছে এয়ারটেল৷ খুব শিগগিরই ভারতে ৫জি পরিষেবা শুরুর ঘোষণা করবে ভোডাফোন৷

(Source: news18.com)