ইনদোর : বড় লক্ষ্যমাত্রার সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতের। নিয়মরক্ষার শেষ টি২০ ম্যাচে ৪৯ রানে ম্যাচ হারল ভারত। দীনেশ কার্তিক (৪৬) ও দীপক চাহার (৩১) ছাড়া সেভাবে লড়াই-ই করতে পারলেন না কোনও ব্যাটসম্যান।
ব্যাটিং বিপর্যয় ভারতের
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে ২২৮ রানের বড় লক্ষ্যমাত্রা রাখে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (০), শ্রেয়স আইয়ার (১), ঋষভ পন্থ (২৭), সূর্যকুমার যাদব (৮) সকলেই ব্যর্থ হন। প্রথমে দীনেশ কার্তিক ও পরে দীপক চাহার ছাড়া সেভাবে লড়াই করতে পারেননি কেউ-ই। ২১ বলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন কার্তিক। ইতিমধ্যে সিরিজের আগের দুটো টি২০ ম্যাচ জিতে যাওয়ায় সিরিজ জিতে ম্যাচ খেলতে নামায় বিরাট কোহলি (Virat Kohli) ও কেএল রাহুলকে (KL Rahul) বিশ্রাম দিয়ে খেলতে নেমেছিল ভারত। যেখানে ডোয়েন প্রিটোরিয়াসদের (৩/২৬) ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ভারতকে।
ডি কক- রোসুর দুরন্ত পার্টনারশিপ
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (৩) অল্প রানে ফিরলেও বড় পার্টনারশিপ খাড়া করেন। ৯০ রানের পার্টনারশিপের মাথায় ডি’কক সাজঘরে ফিরে যান। ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮ রানের ইনিংস খেলেন ডি’কক। তিনি ফিরলেও দলের স্কোর টানতে থাকেন রিলি রসউ (Rilee Rossouw)। ট্রিসটান স্টাবসকে সঙ্গে নিয়ে ৮৭ রানের পার্টনারশিপ খাড়া করেন তিনি। ৭ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন রসউ। শেষপর্যন্ত ৩ উইকেটে ২২৭ রানের বড় স্কোর খাড়া করে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় পেসারদের মধ্যে দীপক চাহার (১/৪৮) ও উমেশ যাদব (১/৩৪) একটি করে উইকেট নেন। রান আউট হন ডি’কক।
(Source: abplive.com)