মহাকাশচারী পরিচয়ে এক জাপানি মহিলার সঙ্গে প্রতারণা করলেন জালিয়াত৷ জাপানের সংবাদমাধ্যমে প্রকাশ, ওই প্রতারক নিজেকে রুশ মহাকাশচারী বলে পরিচয় দেন৷ দাবি করেন তিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাজ করেন৷ ৬৫ বছর বয়সি মহিলাকে তিনি প্রতিশ্রুতি দেন মহাকাশ থেকে ফিরেই তাঁকে বিয়ে করবেন৷ অভিযোগ, এই আশ্বাসের বিনিময়ে তিনি প্রৌঢ়ার কাছ থেকে ৪.৪ মিলিয়ম ইয়েন বা ভারতীয় মুদ্রায় ২৪.৮ লক্ষ টাকা হাতিয়ে নেন৷
জাপানের শিগা প্রদেশের বাসিন্দা ওই মহিলা জানান জুনে তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় ওই প্রতারকের৷ প্রোফাইলের ছবি দেখে তাঁর ধারণা হয় ওই ব্যক্তি হয়তো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কর্মরত৷ ক্রমে তাঁদের আলার গভীর হয় অনলাইনে জমে ওঠে ভার্চুয়াল প্রেম৷ এর পর প্রতারকের দিক থেকেই মহিলার কাছে প্রেম তথা বিয়ের প্রস্তাব আসে৷ টেক্সট মেসেজে তাঁকে ক্রমাগত প্রেমের প্রস্তাব পাঠানো হয় বলে জানান ওই প্রৌঢ়া৷
আরও পড়ুন : ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে
আরও পড়ুন : ছাদনাতলায় একদিকে চলছে বিয়ের অনুষ্ঠান, কনে ঘুমে কাদা, ভাইরাল ভিডিও
‘প্রেমিক’-এর কথায় বিশ্বাস করে টাকা দিতে শুরু করেন ওই মহিলা৷ ১৯ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচটি কিস্তিতে তিনি মোট ৪.৪ মিলিয়ন ইয়েন দিয়ে দেন বলে অভিযোগ৷ এর পর আরও টাকার দাবি আসে উল্টো দিক থেকে৷ তখনই সন্দেহ হয় ওই মহিলার৷ তিনি অভিযোগ জানান পুলিশে৷ এই ঘটনাকে ‘আন্তর্জাতিক প্রেমের ফাঁদ’ বলে বর্ণনা করেছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।