টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) শীর্ষ প্রতিনিধিরা বুধবার মোবাইল অপারেটর এবং স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে আলোচনা করেন। তাঁদের এই 5G-র নিয়ম লাগু করার জন্য তিন মাসের সময়সীমা স্থির করা হয়েছে।
1/5 ১০ হাজার টাকার বেশি দামের 4G ফোন তৈরি বন্ধ। এমনই সিদ্ধান্ত নিলেন মোবাইল সংস্থার প্রতিনিধিরা। বুধবার ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিদিনে ১০ হাজার টাকার বেশি দামের সব ফোনেই 5G থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (AFP)
2/5 টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) শীর্ষ প্রতিনিধিরা বুধবার মোবাইল অপারেটর এবং স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে আলোচনা করেন। তাঁদের এই 5G-র নিয়ম লাগু করার জন্য তিন মাসের সময়সীমা স্থির করা হয়েছে। ফাইল ছবি: এএফপি (AFP)
3/5 অ্যাপেল এবং স্যামসাং-সহ টেলিকম ক্যারিয়ার এবং স্মার্টফোন নির্মাতাদের শীর্ষ প্রতিনিধিরা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে অংশ নেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (AFP)
4/5 বর্তমানে ভারতে, ১০ কোটি মানুষ 5G ফোন ব্যবহার করছেন। এদিকে ৩৫ কোটিরও বেশি ব্যবহারকারীর 3G বা 4G ফোন রয়েছে। ফাইল ছবি: পিক্সাবে (AFP)
5/5 এদিকে এক স্মার্টফোন সংস্থার প্রতিনিধির দাবি, ভারতে ১০ কোটিরও বেশি 5G ফোন থাকতে পারে। কিন্তু অ্যাপেল-সহ অন্যান্য অনেক হ্যান্ডসেটই বর্তমানে সেই পরিষেবা সাপোর্ট করে না। আধিকারিকরা বলেন, ‘আমরা পরীক্ষা শুরু করি। তারপরে, 5G ফোন ব্যবহারকারীদের কী কী সমস্যাটি হচ্ছে, তার সমাধান করব।’ ফাইল ছবি: ব্লুমবার্গ (AFP)
(Feed Source: hindustantimes.com)