‘আমার চাদর, মোবাইল সব ফেলে দিল’, মাঝরাতে ট্রেনে বিপদ, অভিযোগ হাসিন জাহানের

‘আমার চাদর, মোবাইল সব ফেলে দিল’, মাঝরাতে ট্রেনে বিপদ, অভিযোগ হাসিন জাহানের

#কলকাতা: বিস্ফোরক অভিযোগ করলেন হাসিন জাহান৷ এ বার ক্রিকেটার মহম্মদ শামিকে জড়িয়ে নয়, এক ট্রেন যাত্রার ভয়ানক পরিণতির কথা বললেন তিনি৷ তিনি এক আত্মীয়ের বিবাহ থেকে ফিরছিলেন৷ ফিরছিলেন যোগবানী এক্সপ্রেসে৷ সেখানেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ হাসিনের৷ শেষে পুলিশি িনরাপত্তায় তাঁকে ফিরতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷

হাসিন তাঁর অভিযোগে বর্ণনা করেছেন পুরো ঘটনাটি৷ তিনি লিখেছেন, ‘আমি আমার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলাম বিহার থেকে৷ যোগবানী এক্সপ্রেসে করে কলকাতা ফিরছিলাম৷ আমার সংরক্ষিত একটি আসন ছিল, আপার সিট৷ তো অন্য একটি আসনও খালি ছিল৷ একজন সহযাত্রী আমাকে বলেন, ওই খালি আসনটিতে আমাকে শিফট করতে, আমি তাঁর সুবিধার কথা ভেবে সেখানে সরে যাই৷ তারপর চাদর পেতে, শুয়ে পড়ি৷ হঠাৎই মালদহ স্টেশনে টিকির পরীক্ষক একজনকে সঙ্গে নিয়ে আসেন৷ আমার সঙ্গে খারাপ ভাবে কথা বলতে শুরু করেন৷’ এর পরেই আসল ঘটনার কথা বিস্তারিত লেখেন তিনি৷ লেখেন, ‘টিকিট পরীক্ষক আমাকে খুব খারাপ ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকেন৷ আমাকে তারপর আসন থেকে তুলে দেওয়া হয়, আমাকে সরে যেতে বলা হয়৷ আমার বিছানার চাদর, মোবাইল সব ছুঁড়ে ফেলে দেওয়া হয়৷ আমি তারপর রেলের পুলিশে অভিযোগ দায়ের করি৷ পরের স্টেশন ফরাক্কায় পুলিশ এসে আমার অভিযোগ শোনে৷ আপাতত পুলিশের নিরাপত্তায় আমি আসছি৷ কিন্তু এই ব্যবহারে আমি খুব হতাশ হয়েছি৷’’

(Feed Source: news18.com)