প্রেমিকার সঙ্গে এ কী অবস্থায়! করবা চৌথে স্বামীকে বেদম মার স্ত্রীর, দেখুন ভিডিও

প্রেমিকার সঙ্গে এ কী অবস্থায়! করবা চৌথে স্বামীকে বেদম মার স্ত্রীর, দেখুন ভিডিও

#গাজিয়াবাদ: করবা চৌথের দিনই এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটবে তা কে জানত। গাজিয়াবাদের রাস্তায় এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে পথচারীরাও হতবাক। বৃহস্পতিবার সন্ধেয় নিজের স্বামীকে এক অন্য মহিলার সঙ্গে কেনাকাটা করার সময় হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। সেখানে নিজের বান্ধবীর সঙ্গেই বাজার করতে গিয়েছিলেন স্ত্রী। গিয়েই হাতেনাতে ধরে ফেলেন স্বামীকে।

রাস্তার মধ্যেই স্বামীর কলার ধরে মারতে শুরু করেন স্ত্রী। রাগের চোটে বেধড়ক মারধর করেন স্বামীকে। স্বামী-স্ত্রীর মারামারি দেখতে রাস্তায় লোক ভিড় করে ফেলেন। তার উপর করবা চৌথের কেনাকাটার ভিড় থাকায় তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই সেই ঘটনা মোবাইলে ভিডিও করতে শুরু করেন।

যে দোকানের ভিতর এই ঘটনা ঘটে, সেই দোকানদার বাধ্য হয়ে ওই স্বামী-স্ত্রীকে সেখান থেকে বের করে দেন। দোকানে ওই মারামারি দেখতে এমন ভিড় হয়ে যায়, তিনি চিৎকার করে বের করে দেন ওই দম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়ে স্বামীকে বেধড়ক মারধরের ভিডিওটি।

পুলিশ সূত্রে খবর, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামীর সঙ্গে মারামারির পরই বাবা-মায়ের কাছে চলে গিয়েছেন স্ত্রী। বাজারে বান্ধবীদের সঙ্গে মা-কেও নিয়ে গিয়েছিলেন। সেখানেই স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী।

(Feed Source: news18.com)