অর্জুন তেন্ডুলকরের চার উইকেট দাম পেল না, গোয়াকে হারিয়ে জিতল হায়দারাবাদ

অর্জুন তেন্ডুলকরের চার উইকেট দাম পেল না, গোয়াকে হারিয়ে জিতল হায়দারাবাদ

#জয়পুর: বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুছ নেহি, তো থোড়া থোড়া,! এই প্রবাদ বাক্যটা প্রথমবারের জন্য প্রমাণ করলেন অর্জুন তেন্ডুলকরর। সোয়াই মান সিং স্টেডিয়ামে শুক্রবার বল হাতে অনবদ্য পারফর্ম করলেন তিনি। বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে লেগে থাকলে সাফল্য পাবেন সেটার প্রমাণ দিলেন। গত মরসুমে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের।

কিন্তু এই মরসুমে গোয়ায় যোগ দেন সচিন-পুত্র। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর। সচিন-পুত্র ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। কিন্তু তাতে যদিও দলের হার আটকাতে পারেননি তিনি। গোয়া শেষ হয়ে যায় ১৪০ রানে।

৩৩ রান করেন আদিত্য কৌশিক। ব্যাট হাতে অর্জুন রান পাননি। মাত্র ২ রান করে আউট হয়ে যান তিনি। অর্জুনের নতুন বলে সুইং সামলাতে রীতিমতো সমস্যায় পড়েন বিপক্ষ ব্যাটসম্যানরা। লেট মুভ করছিল তার বল। রিভার্স সুইং আদায় করে নিচ্ছিলেন। প্রতীক রেড্ডি, তিলক বর্মা, রবি তেজা, রাহুল বুদ্ধিকে আউট করেন অর্জুন।

কয়েকদিন আগে দেখা গিয়েছিল চন্ডিগড়ে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের সঙ্গে বিশেষ অনুশীলন করছেন তিনি। ক্রিকেটার হিসেবে পরিচিতি পেতে গেলে মুম্বইয়ে থাকলে চলবে না অনেক আগেই বুঝে গিয়েছিলেন অর্জুন। বিখ্যাত বাবার পরিচয় নিয়ে থাকতে চান না। ক্রিকেট খেলা ভালোবাসেন। নিজের নামেই তৈরি করতে চান পরিচিতি।

আজ হয়তো সত্যি গর্বিত হবেন তার বিখ্যাত বাবা সচিন তেন্ডুলকর। তবে অর্জুনর কাছে নিজের পারফরমেন্স নয়, বেশি গুরুত্বপূর্ণ হলেও দলের রেজাল্ট। সেখানে গোয়া হেরে গিয়েছে।

(Feed Source: news18.com)