নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে বিক্ষোভ শেষে ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ সমাবেশ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

সমাবেশে বক্তব্যে শহিদুল্লাহ কায়সার বলেন সরকার রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে এজন্যই দেশের জনগণের প্রতি তাদের কোন ভালবাসা নেই।ভোজ্য তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলছে।

তিনি সরকারকে হুশিয়ার করে বলেন অবিলম্বে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। তিনি শেখ হাসিনা সরকারকে এক সপ্তাহের মধ্যে ক্ষমতা থেকে পদত্যাগ করতেও আহবান জানান। অন্যথায় শ্রীলংকার রাজা পাকসে সরকারের পরিনতি বরন করতে হবে বলে সতর্ক করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরী জামায়াতের সহকারী সেক্রটারি আনোয়ার হাসান সুজন, কর্মপরিষদ সদস্য হেলাল তালুকদার, খন্দকার আবু হানিফ, মহানগর শুরা সদস্য ও থানা আমীর আব্দুল বারী, ডাঃ দেলোয়ার হোসেন, মাওলানা মফিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের ময়মনসিংহ মহানগরীর সভাপতি নুর আলম প্রমূখ।

(Source: sunnews24x7.com)