নবজাতকদের আধারের সুবিধা, দেশের সমস্ত রাজ্যেই মিলতে পারে কিছুদিনের মধ্যেই: Report

নবজাতকদের আধারের সুবিধা, দেশের সমস্ত রাজ্যেই মিলতে পারে কিছুদিনের মধ্যেই: Report

এবার দেশের সমস্ত রাজ্যেই নবজাতকের আধার নথিভুক্তিকরণের সুবিধা মিলবে শীঘ্রই। কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা শুরু হতে পারে। এদিকে বর্তমানে ১৬টি রাজ্যে আধার লিঙ্ক করা জন্ম নথিভুক্তিকরণ হচ্ছে। বছর খানেক আগে এই পরিষেবা শুরু হয়েছিল। এবার অন্য়ান্য রাজ্যেও এই পরিষেবা শুরু হতে পারে।

সরকারি সূত্রে খবর, দেশের সমস্ত রাজ্যেই এই পরিষেবা দ্রুত মিলতে পারে। ৫ বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিকসের কোনও প্রয়োজন নেই। এক্ষেত্রে মুখের ছবি ও অভিভাবকদের UID’র সঙ্গে সন্তানদেরও যুক্ত হবে। তবে সেই সন্তান যখন ৫ বছর বয়সে পড়বে তখন তাদের বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন।

অন্তত ১০০০ সরকারি স্কিমের সুবিধা পাওয়ার জন্য বর্তমানে আধার লিঙ্ক থাকা প্রয়োজন। এখনও পর্যন্ত ১৩৪ কোটি আধার ইস্যু করা হয়েছে।গত বছর প্রায় ২০ কোটি আধার আপডেট ও সংযুক্তিকরণ করা হয়েছে। তার মধ্যে ৪ কোটি নতুন করে এনরোলমেন্ট, তার মধ্যে কিছু নবজাতক ও ১৮ বছর বয়সী পর্যন্তও রয়েছে।

এদিকে জন্মের সঙ্গেই জন্ম শংসাপত্র ও আধার কার্ড ইস্যুর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এই নয়া পদ্ধতিতে বার্থ রেজিস্ট্রেশনের গোটা বিষয়টি কম্পিউটারের মাধ্যমে করা ও সমস্ত রাজ্যে এই ব্যবস্থা রয়েছে কি না সেটাও নিশ্চিত করা হচ্ছে।