বিনা পয়সায় দীপাবলি-ছটে যেতে পারবেন নিজের বাড়ি, রেল দিচ্ছে এই বিশেষ সুবিধা

বিনা পয়সায় দীপাবলি-ছটে যেতে পারবেন নিজের বাড়ি, রেল দিচ্ছে এই বিশেষ সুবিধা

#নয়াদিল্লি: দীপাবলি বা ছটে ঘুরতে যাওয়ার বা বাড়ি ফেরার পরিকল্পনা রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এবার বিনা টেনশনে যাত্রা করতে পারবেন এবং পরে পেমেন্ট করতে পারবেন ৷ যাত্রীদের সুবিধার জন্য CASHe আইআরসিটিসি-র সঙ্গে পার্টনারশিপ করেছে ৷ নাম দেওয়া হয়েছে ‘ট্রাভেল নাও পে লেটার’ (Travel Now Pay Later Scheme) স্কিম ৷ এর সহজ মানে হচ্ছে এখন ঘুরে নিন পরে টাকা দেবেন ৷

উৎসবের এই মরশুমে বিপুল সংখ্যক মানুষ তাঁদের বাড়ি যায় ৷ সম্প্রতি রেল একাধিক ফেস্টিভল স্পেশ্যাল ট্রেন শুরু করেছে যাতে যাত্রীদের কোনও ধরনের অসুবিধা না হয় ৷

৬ মাস পর্যন্ত যে কোনও সময় করতে পারবেন পেমেন্ট –

আপনি CASHe এর EMI অপশন সিলেক্ট করে সহজে টিকিট বুকিং করতে পারবেন ৷ আপনি এই টিকিটের পেমেন্ট ৩ থেকে ৬ মাসের ইএমআই অপশনের মাধ্যমে করতে পারবেন ৷ এই সুবিধা কেবল দীপাবলি ও ছটে ছাড়া অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার সময়ও পাবেন৷

নর্ম্যাল ও তৎকাল দুই ধরনের টিকিট বুকিং করা যেতে পারে

গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রাভেল নাউ এবং পে লেটারের সুবিধা আপনি তৎকাল এবং নর্ম্যাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে ৷ এই সুবিধার জন্য কোনও ধরনের ডকুমেন্ট লাগবে না ৷ এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন ১৫ লক্ষ মানুষ টিকিট বুকিং করে থাকেন ৷

CASHe এর চেয়ারম্যান বি রমন কুমার জানিয়েছেন IRCTC-র মাধ্যমে ‘Travel Now Pay Later’ ফেসিলিটি গোটা দেশে শুরু করা হয়েছে ৷ এর মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মকে দেশএর সবচেয়ে বড় ডিজিটাল ক্রেডিট প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে ৷ CASHe TNPL পরিষেবার মাধ্যমে বেশির ভাগ মানুষের কাছে ফিন্যান্সিয়াল পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷

IRCTC টিকিট বুকিং পদ্ধতিতে করল বদল-

আইআরসিটিসি তাদের অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট বুকিং পদ্ধতিতে বেশ কিছু বদল করেছে ৷ এখন আপনি যখনই মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট বুকিং করবেন আপনাকে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ৷

মোবাইল- ই-মেলের ভেরিফিকেশন –

আইআরসিটিসি অনুযায়ী, এবার অনলাইন টিকিট বুকিংয়ের আগে ব্যবহারকারীদের নিজেদের মোবাইল নম্বর ও ই-মেল আইডি ভেরিফাই করতে হবে ৷ ভেরিফিকেশন ছাড়া টিকিট বুকিং করা যাবে না ৷

(Feed Source: news18.com)