রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম সরকারি ডিগ্রি কলেজের সূচনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম সরকারি ডিগ্রি কলেজের সূচনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা : শুধুমাত্র প্রথাগত শিক্ষা গ্রহণ করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে চাইলে শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর করে চললেই হবে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, নাটক, শরীরচর্চা ইত্যাদিতেও অংশগ্রহণ করতে হবে। তবেই গঠিত হবে সঠিক চরিত্র। আর শুধুমাত্র কোনও ভাল চরিত্রের মানুষই দেশ বা সমাজের উপকারে লাগতে পারেন। রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম কলেজ তথা শ্রী অরবিন্দ সাধারণ ডিগ্রি কলেজের সূচনা করে  শিক্ষার্থীদের উদ্দেশে এই কথাগুলো বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ।

কুঞ্জবনস্থিত পুরনো জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্রে চালু হয়েছে এই কলেজ। মানিক সাহা বলেন রাজ্যে শিক্ষার বিকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে সরকার। মানসম্মত শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। তাই নানা প্রতিকূলতার মাঝেও চেষ্টা করা হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীর কাছে উন্নত শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার। এই লক্ষ্যে ছোট পরিসরে পথ চলা শুরু করেছে রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম সরকারি কলেজ।

পরবর্তী সময় ধাপে ধাপে এই কলেজের পরিকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা। ত্রিপুরায় প্রথম সরকারি ইংরেজি মাধ্যম ডিগ্রি কলেজ  স্থাপনের জন্য শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ এবং শিক্ষা দফতরকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী শ্রী সাহা বলেন ” বর্তমান সময়ে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশে হোক কিংবা বিদেশে , প্রতিযোগিতায় সফল হতে চাইলে ইংরেজিতে দক্ষ হওয়া আবশ্যিক। তিনি রাজ্যের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তাঁরা যেন শুধুমাত্র নম্বরের পিছনে না দৌড়ন। পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমকেও যেন তাঁরা সমান গুরুত্ব দেন। তবেই তাদের পরিপূর্ণ বিকাশ ঘটবে।

এদিকে শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ বলেন ” শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি মেনে রাজ্যের অনেক বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।  ভবিষ্যতে এই বিদ্যালয়গুলো থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষা গ্রহণে অসুবিধায় না পড়ে তাই এই মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে।”

(Feed Source: news18.com)