বৃষ্টিবিঘ্নিত ভারতের প্রস্তুতি ম্যাচ, কাল মেলবোর্নে রোহিতরা, সারাদিনের খেলার খবরের এক ঝলক

বৃষ্টিবিঘ্নিত ভারতের প্রস্তুতি ম্যাচ, কাল মেলবোর্নে রোহিতরা, সারাদিনের খেলার খবরের এক ঝলক

কলকাতা: দেখে নেওয়া যার সারাদিনের খেলার খবরের ঝলক। বৃহস্পতিবার মেলবোর্ন উড়ে যাচ্ছেন রোহিতরা। শেষ প্রস্তুতি ম্যাচ বৃষ্টিবিঘ্নিত। আর কী থাকছে খবরে?

প্রস্তুতি ম্যাচে খেলা হল না এক বলও

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে এটাই ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এক বলও মাঠে গড়াল না। বৃষ্টির জন্য টসটুকুও করা সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত।

মেলবোর্নের পথে রোহিতরা

আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। গত বছরই আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধেই বিশ্বকাপের অভিযান শুরু করেছিল ভারত। সেবার বিরাট কোহলির দলকে ১০ উইকেটে হেলায় হারিয়ে দেয় বাবর আজমের দল। এবার রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবারই মেলবোর্ন উড়ে যাচ্ছে রোহিত বাহিনী। মেলবোর্নে গিয়ে কিছুটা প্রস্তুতি সারার সময় পাবেন বিরাটরা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে মেলবোর্নেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মাঠের বাইরে ভারত-পাক লড়াই শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরস্পর মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। কিন্তু তার আগে আরও একবার দ্বন্দ্ব লেগে গেল ২ দেশের ক্রিকেট বোর্ডের। মুম্বইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দেন যে আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এমনকী তিনি এমনও বলেন যে পাকিস্তানে নয়, এশিয়া কাপ আয়োজিত করা হবে। আর এরপপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। তাদের তরফে বলা হয়েছে যে যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে টিম ইন্ডিয়া, তবে তারাও ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এমনকী এশিয়া ক্রিকেট কাউন্সিলের সদস্যপদও ছাড়তে রাজি তারা।

আশবাদী নন কপিল দেব

লখনউয়ে এক অনুষ্ঠানে এসে কপিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান নিয়ে বলেন, ”এই ফর্ম্যাটে যে কোনও দল জিততে পারে। আজ যে দল জিতছে, কাল সেই দলই হেরে যাচ্ছে। ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটা তা নিয়ে কিছু বলাটা সত্যিই কঠিন। সেমিতে পৌঁছনো নিয়ে অনেক বলছে। আমি তা নিয়েও চিন্তিত যে আদৌ ভারত সেরা চারের মধ্যে থাকতে পারবে কি না। আমার মতে ভারতের সেমিফাইনালে পৌঁছনোর আশা মাত্র ৩০ শতাংশ। তবে যদি সেমিতে তারা পৌঁছয়, তারপর কিছু একটা মন্তব্য করা যাবে।” দলের পারফরম্যান্স নিয়ে শঙ্কা প্রকাশ করলেও ব্যাটিং অর্ডার নিয়ে বেশ আশাবাদী কপিল। তিনি বলেন, ”সূর্যকুমার যাদবের মত ব্য়াটার দলে রয়েছে। এছাড়াও রোহিত ,বিরাট, রাহুল রয়েছে। অবশ্যই ভারতের ব্যাটিং লাইন আপ ভীষণ শক্তিশালী।”