ইসলামের মতো গীতাও জেহাদের শিক্ষা দেয়, বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা শিবরাজ পাতিলের

ইসলামের মতো গীতাও জেহাদের শিক্ষা দেয়, বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা শিবরাজ পাতিলের

 

শুধু ইসলামই নয়, গীতাও জেহাদের কথা বলে। কংগ্রেসের শীর্ষ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিলের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। তিনি বলেন, কোরানেই শুধু জেহাদের কথা বলা রয়েছে এমনটা নয়। মহাভারত হচ্ছে গীতারই অংশ। আর সেখানে উল্লেখ করা আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদের শিক্ষা দিয়েছিলেন। আসলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহসিনা কিদোয়াইয়ের আত্মজীবনীর উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। পাশাপাশি তাঁর দাবি খ্রীষ্টান ধর্মের মধ্য়েও জেহাদের কথা উল্লেখ করা রয়েছে।

এদিকে শিবরাজ পাতিলের মুখে একথা শুনে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির দাবি, আসলে এটি ভোট ব্যাঙ্কের প্রয়োগ। ভোট ব্যাঙ্কের উদ্যোগ। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, এই কংগ্রেই আবার গেরুয়া সন্ত্রাসের কথা বলে। কংগ্রেসের মধ্যে হিন্দু বিরোধী যে মনোভাব রয়েছে সেটাই প্রকাশ পেয়েছে।

এদিকে এই অনুষ্ঠানে কংগ্রেস এমপি শশী থারুর উপস্থিত ছিলেন। তিনি কংগ্রেস সভাপতি নির্বাচনেও এবার দাঁড়িয়েছিলেন। তিনি অবশ্য এই ফলাফলে একেবারেই হতাশ নন। তাঁর মতে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন পার্টি কর্মীদের আরও বেশি চাঙা করেছে।

ওই অনুষ্ঠানে ন্য়াশানাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ, কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার, সুশীল কুমার শিন্ডে উপস্থিত ছিলেন।

(Feed Source: hindustantimes.com)