কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন ৮নং ওয়ার্ডের ২নং ইউনিটের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকালে বৈদ্যঘোনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রম্নতি অনুযায়ী এ দেশকে একটি সুখী—সমৃদ্ধ দেশে পরিণত করেছে। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। রাজারকারদের শাস্তি দিয়েছেন। সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিন্তু আজ খালেদা ও তারেক রহমান দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। নানা ধরণের বিভ্রান্তিমূলক কথা বলছেন। খালেদা—তারেককে এ দেশের ক্ষমতার মসনদে আর বসতে দেওয়া হবে না।
তাই প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”
হারুনুর রশীদের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, পৌর আওয়ামী লীগ নেতা আসিফুল মওলা, ডাঃ পরিমল কান্তি দাশ, মীর কাশেম কন্ট্রাক্টর, শুভ দত্ত বড়–য়া, জেলা মহিলা আওয়ামী লীগের সহ—সভাপতি দীপ্তি শর্মা ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ মাওলানা মোহাম্মদ ছমিউল্লাহ, আবদুল মালেক মানিক, মোহাম্মদ শাওন, নাছির উদ্দিন প্রমূখ।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর রাজবিহারী দাশের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ৮নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের নতুন সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমান উল্লাহকে মনোনীত করা হয়।
সান নিউজ/এইচএন