ভারত-পাকিস্তান ম্যাচে কে ফেভারিট থেকে বিশ্বকাপে ভারতের ভবিষ্যত,সাক্ষাৎকার সৌরভের

ভারত-পাকিস্তান ম্যাচে কে ফেভারিট থেকে বিশ্বকাপে ভারতের ভবিষ্যত,সাক্ষাৎকার সৌরভের

ঈরণ রায় বর্মন, কলকাতা: আবার একটা বিশ্বযুদ্ধ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি রোহিত বাহিনী। গত বিশ্বকাপে ব্যর্থতার পর এবার কেমন পারফরম্যান্স করবে ভারত? ভারত পাক মহারণে কে এগিয়ে? বিশ্বকাপ আর ভারতের ভবিষ্যত নিয়ে নিউজ১৮ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সিএবি সভাপতি পদে মনোনয়ন দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগে সিএবিতে ব্যস্ততার মাঝেই সাক্ষাৎকার দিলেন সৌরভ।

প্রশ্ন-আবার একটা বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কতটা ফেভারিট?

উত্তর– ভারত সবসময় ফেভারিট। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ভারত বিশ্বকাপ খেলতে যায়। আশা করি এবার ভারতকে চ্যাম্পিয়ন হতে দেখব।

প্রশ্ন-বিগত বিশ্বকাপে ভারত গ্রুপ পর্যায় টপকাতে পারেনি। এবার কতদূর ভারতকে দেখছেন?

উত্তর– আমি চাইবো সব সময় ভারত চ্যাম্পিয়ন হোক। আমি মনে করি, অতীতে কী হয়েছে সেসব ভুলে গিয়ে আগামী দু’সপ্তাহ রোহিতদের উচিত বিশ্বকাপ নিয়ে মনোনিবেশ করা। আমি নিশ্চিত ভারত ভাল করবে।

প্রশ্ন-প্রথম ম্যাচেই মহারণ। ভারত পাকিস্তান ম্যাচে কাকে এগিয়ে রাখবেন?

উত্তর– ভারত পাকিস্তান ম্যাচে আমি ভারতকে ফেভারিট মনে করছি। মেলবোর্নের মাঠ অনেক বড়। ভারত খুব ফিট দল। অনেক এগিয়ে ফিটনেসের দিক থেকে। ১ রানকে ২ রানে কনভার্ট করতে পারে। বড় বড় শট খেলতে পারে। তাই ভারত এগিয়ে। ভারত কিংবা দুবাইয়ের মাঠ হলে এটা বলতাম না।

প্রশ্ন-বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই ভারত জিতবে এই মিথ তো ভেঙে গিয়েছে। এর ফলে কি প্রত্যাশার চাপ কমেছে রোহিতদের উপর থেকে?

উত্তর– বিশ্বকাপে সব সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতে যাবে এটা হয় নাকি। একদিন না একদিন তো এই রেকর্ড ভাঙতোই। এত বছর এটা হয়নি কেন সেটাই তো অবাক লাগে। আর প্রত্যাশা চাপ তো সব সময় থাকবে ভারতের ওপর।

প্রশ্ন- প্রত্যাশা চাপ আছে বলেই কি আইসিসি টুর্নামেন্টে সাম্প্রতিক সময় ভারতের ফল খারাপ হচ্ছে?

উত্তর- ভারত যখনই খেলতে নামবে প্রত্যাশার চাপ থাকবে। ১৯৮৩ সালে একমাত্র মনে হয় প্রত্যাশার চাপ ছিল না। সেটা নিয়েই সব সময় খেলতে হবে। রোহিত, বিরাট প্রত্যেকেই বড় ক্রিকেটার। নিজের দায়িত্ব সম্পর্কেও সবাই জানে।

প্রশ্ন- বুমরাহর বদলে মহম্মদ শামির ভারতীয় দলে অন্তর্ভুক্তি কি অ্যাডভান্টেজ?

উত্তর– শামির প্রথম থেকেই দলে থাকা উচিত ছিল। অবশ্যই ওর অন্তর্ভুক্তি ভারতের বোলিং বিভাগকে অ্যাডভান্টেজ দেবে। তবে বুমরাহ থাকলে ভাল হতো। ওর থাকাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। চোট আঘাত অবশ্য খেলার অঙ্গ।

প্রশ্ন- ভারতীয় দলের প্রথম একাদশে কাকে দেখছেন উইকেটের পিছনে?

উত্তর- আমার মনে হচ্ছে দীনেশ কার্তিক খেলবে। পন্থকে অপেক্ষা করতে হবে। অক্ষর প্যাটেল স্পিনার হিসেবে খেলবে।

প্রশ্ন- সূর্য কুমার যাদব ভারতের এই দলের এক্স ফ্যাক্টর?

উত্তর– অবশ্যই ৷ সূর্য যা পারফর্ম করছে সেটা দলের জন্য সব সময় গুরুত্বপূর্ণ। তবে বাকি সবাইকে পারফর্ম করতে হবে। হার্দিক, কার্তিক প্রত্যেকেই ম্যাচ উইনার।

প্রশ্ন-বিশ্বকাপে কোন চারটি দলকে সেমিফাইনালে দেখছেন ?

উত্তর– আমার মতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে রাখছি, তার কারণ ওদের বোলিং বিভাগ অনেক স্ট্রং।

প্রশ্ন- ভারত চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন ?

উত্তর– সব সময় মনে করি ভারত চ্যাম্পিয়ন হবে।

(Feed Source: news18.com)