রোজগার মেলা লাইভ: প্রধানমন্ত্রী মোদী কর্মসংস্থান মেলার সূচনা করলেন, 75 হাজার নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের নিয়োগপত্র হস্তান্তর করলেন

রোজগার মেলা লাইভ: প্রধানমন্ত্রী মোদী কর্মসংস্থান মেলার সূচনা করলেন, 75 হাজার নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের নিয়োগপত্র হস্তান্তর করলেন

12:05 PM, 22-Oct-2022

স্কিল ইন্ডিয়া অভিযানে যুবকদের সাহায্য করুন

প্রধানমন্ত্রী মোদি বলেন, দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় শিল্পের চাহিদা অনুযায়ী দেশের যুবকদের প্রশিক্ষিত করার জন্য একটি বিশাল অভিযান চলছে। এর অধীনে, স্কিল ইন্ডিয়া অভিযানের সাহায্যে এখনও পর্যন্ত 1.25 কোটিরও বেশি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কয়েক বছরে খাদি ও গ্রামশিল্পে এক কোটিরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এতেও আমাদের অনেক বোনের অংশ রয়েছে।

12:03 PM, 22-Oct-2022

ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদি বলেন, আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। সাত-আট বছরের মধ্যে আমরা ১০ নম্বর থেকে ৫ নম্বরে উঠে এসেছি। এটা সম্ভব হচ্ছে কারণ গত ৮ বছরে দেশের অর্থনীতির যেসব ত্রুটি ছিল, সেগুলো আমরা দূর করেছি।

11:51 AM, 22-অক্টো-2022

আমরা স্বনির্ভর ভারতের পথে আছি

প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারতের সংকল্প বাস্তবায়নের জন্য আমরা স্বনির্ভর ভারতের পথে হাঁটছি। আজ যদি কেন্দ্রীয় সরকারের দফতরগুলিতে এত তাড়াহুড়ো হয়ে থাকে, তার পিছনে রয়েছে সাত-আট বছরের কঠোর পরিশ্রম, রয়েছে কর্মযোগীদের বিশাল সংকল্প।

11:49 AM, 22-অক্টো-2022

কর্মসংস্থান প্রচারের আরেকটি যোগসূত্র: প্রধানমন্ত্রী মোদী

কর্মসংস্থান মেলার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, গত আট বছরে দেশে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের যে প্রচারণা চলছে, আজ তার সঙ্গে আরও একটি যোগ হচ্ছে। এটি চাকরি মেলার লিঙ্ক। আজ ৭৫ হাজার যুবককে নিয়োগপত্র দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

11:39 AM, 22-অক্টো-2022

রোজগার মেলা লাইভ: প্রধানমন্ত্রী মোদী কর্মসংস্থান মেলার সূচনা করলেন, 75 হাজার নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের নিয়োগপত্র হস্তান্তর করলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ 10 লক্ষ কেন্দ্রীয় সরকারি পদে নিয়োগের জন্য একটি চাকরি মেলার সূচনা করেছেন। এ সময় ৭৫ হাজার যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।