ভারত জিতল, কোহলির কথাতেই আম্পায়ােরর নো বল সিদ্ধান্ত, অভিযোগ প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার

ভারত জিতল, কোহলির কথাতেই আম্পায়ােরর নো বল সিদ্ধান্ত, অভিযোগ প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার

#মেলবোর্ন: ভারত-পাকিস্তান ম্যাচ আর তা নিয়ে কোনও বিতর্ক থাকবে না, এমন উদাহরণ পাওয়া বিরল। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর শেষ ওভারে মহম্মদ নওয়াজের করা নো বল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটারদের অভিযোগ, কোহলির কথাতেই নো বল দিয়েছেন আম্পায়ার। এই বিষয় নিয়ে কার্যত ক্রোভ উগরে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।

ম্যাচের শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। ওভারের চার নম্বর বলে কোহলিকে কোমড় থেকে বেশি উচ্চতায় ফুল টস বল করেন নওয়াজ। সেই বল স্কোয়ার লেগের উপর দিয়ে ছয় মাকেন কোহলি। বল হিট করার সঙ্গে সঙ্গে আম্পায়ারের কাছে নো বলের দাবি জানান বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। সেই সময় স্কোয়ার-লেগে দাঁড়িয়ে থাকা আম্পায়ার মারে এরেসমাস নো বলের সিদ্ধান্ত দেন। যা নিয়ে মাঠেও প্রতিবাদ জানিয়েছিলেন পাক ক্রিকেটাররা।

এই বিষয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তোলেন। ওয়াকার ইউনিস বলেন, ‘বল কোমরসমান উচ্চতায় থাকলে স্কোয়ার লেগ আম্পায়ারের প্রথম কাজই হচ্ছে হাত তুলে নো বলের ইঙ্গিত দেওয়া। আম্পায়ার সরাসরি নিজের প্রতিক্রিয়া জানাতে পারতেন। তা না করে তিনি রিপ্লে দেখে এবং কোহলি বলার পর নো বল দিলেন।’

ওয়াসিম আক্রম বলেন, ‘খালি চোখে দেখে কখনওই ওটা নো বল মনে হয়নি। ব্যাটে লাগার আগেই বলটা অনেক নীচু হয়ে গিয়েছিল। যে কোনও ব্যাটারই নো বলের দাবি জানাবে। কোহলির কোনও দোষ ছিল না। কিন্তু আম্পায়ার কেন তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলেন না।’ তৃতীয় আম্পায়ারের কেন সহায়তা নেওয়া হল না নো বলটি দেওয়ার ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব মালিকও।

প্রসঙ্গত, আইসিসির নিয়ম অনুযায়ী ফ্রন্ট ফুট নো বল লেগ আম্পায়ার বা থার্ড আম্পায়ার ডাকতে পারেন। কিন্তু কোমড়ের উঁচুতে বলেপ ক্ষেত্রে লেগ আম্পায়ার মূল আম্পায়ারকে জানাবেন ও তিনি নো বলের সিদ্ধান্ত দেবেন। এছাড়া কোমড়ের উপরের বলে মারতে গিয়ে বা অন্য কোনওভাবে ব্যাটার আউট হলে সেটা থার্ড আম্পায়র চেক করে। তবে সেই বলে চার বা ছয় হলে নো বলের সিদ্ধান্ত দেওয়ার এক্তিয়ার মাঠের আম্পায়ারদের। পাশাপাশি কোমড়ের উঁচুতে বলে নো বল ডাকার ক্ষেত্রে আইসিরি কোনও সময়সীমা বেধে দেওয়া নেই।

(Feed Source: news18.com)