বাংলাদেশঃ সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

বাংলাদেশঃ সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় সেন্টমার্টিনে নোঙর করে রাখা ছোট বড় ১৩টি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে মাছ ধরার ট্রলার ও সার্ভিস বোট রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপকূলীয় বাসিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। কিন্তু আশ্রয়কেন্দ্রে যেতে তাদের আগ্রহ নেই বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এরফানুলক হক চৌধুরী জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। টেকনাফ উপজেলায় ৭৮টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সেন্টমার্টিনের সকল হোটেল-মোটেল প্রস্তুত রাখা হয়েছে। সাগরে বুকে জেগে উঠা সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপকে বিশেষ করে নজরে রেখেছি। এসব দ্বীপে জনসাধারণকে ঘূর্ণিঝড় সম্পর্কে মাইকিং করে সচেতন করা হচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল ১১ থেকে প্রচন্ড হাওয়া শুরু হয়েছে।

তবে ভাটার কারণে সাগরে পানি একটু কমেছে। ইতোমধ্যে সাগরে আঘাতে জেটিতে নোঙরে থাকা ছোট বড় ১৩টি ফিশিং ট্রলার ডুবে গেছে। তার মধ্য সাগরে ভেসে গেছে দুটি ট্রলার।

সান নিউজ/এইচএন