ফের ভাগ্য সাথ দিল না দক্ষিণ আফ্রিকার, জিম্বাবোয়ের বিরুদ্ধে পয়েন্ট হাতছাড়া

ফের ভাগ্য সাথ দিল না দক্ষিণ আফ্রিকার, জিম্বাবোয়ের বিরুদ্ধে পয়েন্ট হাতছাড়া

#হোবার্ট: ২২ গজে ভাগ্য দেবতা বরাবরই দক্ষিণ আফ্রিকার থেকে মুখ ফিরিয়ে থেকেছেন। সেই কারণেই হয়তো এখনও কোনও ফর্ম্যাটেই বিশ্ব জয়টা অধরা থেকে গিয়েছে প্রোটিয়াদের। এবার টি-২০ বিশ্বকাপের শুরুতেই সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও জয় অধরা থেকে দেল টেম্বা বাভুমারা দলের। আর কয়েকটা বল সুযোগ পেলেই অথবা মাঠে নামতে পারলেও জয় নিশ্চিৎ ছিল, সেখান থেকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দক্ষিণ আফ্রিকাকে। সৌজন্যে বৃষ্টি।

দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে ম্যাচে প্রথম থেকেই নির্দিষ্ট সময় খেলা শুরু করা যায়মি বৃষ্টির জন্য। বৃষ্টি কিছু সময়ের জন্য কমার পর ৯ ওভার করে ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান করে জিম্বাবোয়ে। দক্ষিণ ব্যাট করতে নেমে ১.১ ওভারে ২৪ রান করার পর ফের বৃষ্টি নামে। সেই পরিস্থিতিতে ফের ডিএলএস নিয়মে ৭ ওভারে ৬৪ রান টার্গেট দাঁড়ায় প্রোটিয়াদের।

বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় ব্যাট করতে নেমে ঝ়ড়ের গতিতে রান করতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৩ ওভারে ৫১ রান করার পর ফের বৃষ্টি নামে। টি-২০ ম্যাচে সিদ্ধান্ত হওয়ার জন্য কমপক্ষে ৫ ওভার খেলা হওয়া প্রয়োজন। ৫ ওভার খেলা হলে দক্ষিণ আফ্রিকার টার্গেট হত ৪৬। যা ৩ ওভার ব্যাট করেই পার করে দিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু ৩ ওভারের পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে জেতা ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল দক্ষিণ আফ্রিকাকে।

এই হারের ফলে সুবিধা হল পাকিস্তান ও ভারতের। আর বড় ক্ষতি হল দক্ষিণ আফ্রিকার। একই গ্রুপে থাকায় ছোট দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্টের খেসারত পরবর্তী পর্যায়ে দিতে হতে পারে প্রোটিয়াদের। আর ভারতের বিরুদ্ধে হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন ম্যাচ হতে পারে পাকিস্তানের। তার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে পযেন্ট নষ্ট করায় লাভ হল পাকিস্তানেরও।

(Feed Source: news18.com)