প্রসবের পরে এই সমস্যাগুলি বাড়ছে? অবহেলা না করে আজই চিকিৎসকের পরামর্শ নিন

প্রসবের পরে এই সমস্যাগুলি বাড়ছে? অবহেলা না করে আজই চিকিৎসকের পরামর্শ নিন

#কলকাতা: প্রসবের পরে মহিলাদের কিছু সাধারণ সমস্যা  দেখা দেয়।  সন্তানের জন্ম দেওয়ার পরে প্রত্যেকটি মহিলার শরীরে অনেক পরিবর্তন  হয় । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনগুলি  নিজে থেকেই স্বাভাবিক  হতে শুরু করে। একজন মা সুস্থ  থাকলে তবেই সন্তানের যত্ন নিতে পারবেন। তাই  ডেলেভারির পরে হওয়া কিছু শারীরিক সমস্যার কথা জেনে রাখা প্রয়োজন।

ভারী রক্তপাত- সন্তান প্রসবের পর বহু মহিলার অত্যাধিক রক্তপাত হতে পারে । এই ক্ষেত্রে ধীরে ধীরে রক্তপাত কমে যায় কিন্তু ২ থেকে ৩ দিনের মধ্যেও অতিরিক্ত রক্তপাত না কমে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে । এছাড়াও প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব করলে তা কোনও ভাবেই অবহেলা করা উচিৎ নয় ।

 স্তনে যন্ত্রণা – প্রসবের পরে বহু মহিলাই স্তনে ব্যথা অনুভব করেন। এক্ষেত্রে ঠান্ডা বা গরম সেঁক দিলে কিছুটা আরাম বোধ করতে পারেন । কিন্তু অতিরিক্ত বেদনা বা জ্বর এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।

ডিপ্রেশন- প্রসবের পর ডিপ্রেশন হওয়াটা স্বাভাবিক ।  যা বেশিরভাগ মহিলাই প্রায়  অনুভব করেন । কিন্তু অতিরিক্ত ডিপ্রেশন হলে তা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ ।  বিষন্নতা কাটাতে নিজের  সঙ্গীর সঙ্গে কথা বলতে পারেন  বা একজন ভাল  ডাক্তারের পরামর্শ  নিন।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

(Feed Source: news18.com)