ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত। তিনি হিন্দু। তিনি ঋষি সুনক। এনিয়ে দিনরাত এক করে কাটাছেঁড়া করছেন নেট নাগরিকরা। অনেকে আবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেদের একাত্মও করে নিচ্ছেন। তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই। তিনি হিন্দুত্বের কোন কোন আচার আচরণ পালন করেন তা নিয়েও খোঁজ চলছে।
তার মধ্যেই সামনে এসেছে তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র পোস্ট করা একটি ছবি। সেখানে তিনি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কবজিতে একটি লাল ধাগা পরে রয়েছে। এটাও একটি ঐতিহাসিক দেখার ব্যাপার! এর সঙ্গে স্মাইলিও রয়েছে পোস্টে। কার্যত মজা করে, খোঁচা দিয়েই পোস্ট করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ।
তবে বাবুলের এই পোস্টকে ঘিরে কার্যত ধুয়ে দিলেন নেট নাগরিকরা। অনেকেই পালটা ফেজ টুপি পরা বাবুলের ছবি পোস্ট করেছেন। লেখা হয়েছে, একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। অপরজন লিখেছেন মহুয়া মৈত্র ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে অনুমতি নিয়েছেন এই পোস্ট করার আগে?
অপরজন লিখেছেন আপনি তো ভোটের জন্য মাথায় টুপি পরেছিলেন। অপর একজন লিখেছেন, বাবুল ভুলে গিয়েছেন তিনি বিজেপি নাকি তৃণমূল। এই পোস্ট দেখলে দিদি ববিকে দিয়ে কান মুলে দেবে।