Sitrang: সিত্রাংয়ের ছোবলে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে, মৃত ৩৫, জলের তলায় বহু এলাকা

Sitrang: সিত্রাংয়ের ছোবলে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে, মৃত ৩৫, জলের তলায় বহু এলাকা

 

ভয়াবহ পরিস্থিতি। সিত্রাংয়ের দাপটে লণ্ডভণ্ড অবস্থা বাংলাদেশের একাংশে। চট্টগ্রামের মিরসরাই এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। বরিশালেই আছড়ে পড়েছিল ঝড়। সেখানে অত্য়ন্ত করুণ পরিস্থিতি। সূত্রের খবর, সব মিলিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত বাংলাদেশের ১৪ জেলায় অন্তত ৩৫জনের মৃত্যুর খবর মিলেছে। এককথায় করুণ পরিস্থিতি প্রতিবেশী দেশ বাংলাদেশে।

সোমবার রাত থেকে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টির দাপট। রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। বহু গাছের ডাল ভেঙে দিয়েছে। জলে পূর্ণ রাস্তা। বাড়ির ভেতরেও জল ঢুকে গিয়েছে। ঝড়ের মধ্যে আসামি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ও এক আসামির মৃত্যু হয়েছে। 

এদিকে প্রবল বৃষ্টি  বরিশালে। নদীর জলও ক্রমশ বাড়ছে। তার জেরে নদী তীরবর্তী এলাকা ক্রমে জলমগ্ন হয়েছে। চট্টগ্রাম ও ঢাকার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে। বহু এলাকায় লোডশেডিং । গাছ পড়ে, তার ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবায় বড় বিঘ্ন ঘটেছে। চারদিকে অন্ধকার। তার মধ্যে ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত অবস্থা।প্রায় ১০ লক্ষ মানুষ ত্রাণ শিবিরে অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রায় ৭ হাজার ত্রাণ শিবিরে ১০ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন। ঝড় বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়েছেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। প্রশাসনিক আধিকারিকরাও বিধ্বস্ত এলাকায় গিয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক করাটাই এখন বড় চ্যালেঞ্জ।

গাছ চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। অনেকের বাড়ির চালেও গাছ ভেঙে পড়ে। রাস্তাও অবরুদ্ধ গাছ পড়ে।অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন অনেকেই। তবে বিদ্য়ুৎ দফতর জানিয়েছে দ্রুত পরিষেবা সচল করার চেষ্টা করা হচ্ছে। 

(Feed Source: hindustantimes.com)