চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী, সিবিআই জেরায় অসঙ্গতি

চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী, সিবিআই জেরায় অসঙ্গতি

আগেই গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রাজু সাহানি। এবার চিটফান্ড মামলায় তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআই। বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতারণা মামলায় মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করা হয় তাঁকে। দুর্গাপুরের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় সিংকে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার করে সিবিআই। কারণ তাঁর বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছিল। এখনও পর্যন্ত বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় তৃণমূল কংগ্রেসের পুরপ্রধান রাজু সাহানি–সহ তিনজনকে গ্রেফতার করল সিবিআই। এঁদের মধ্যে বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় এখন জামিনে মুক্ত।

ঠিক কী জানা যাচ্ছে?‌ সিবিআই সূত্রে খবর, সঞ্জয় সিং নামে দুর্গাপুরের এই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে কিছু নথিপত্র–সহ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছিল। তাই ১০ ঘণ্টা পর তাঁকে গ্রেফতার করা হয়। আজ, বুধবার সকালে তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল আদালতে। সঞ্জয় সিংয়ের একাধিক ব্যবসায় এই চিটফান্ড সংস্থার যোগ থাকার নথি পেয়েছে সিবিআই।

আর কী জানা যাচ্ছে?‌ চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহরের তৃণমূল কংগ্রেসের পুরপ্রধান রাজু সাহানিকে নিয়ে আগেই আদালতে বিস্ফোরক দাবি করেছে সিবিআই। হংকং, ব্যাঙ্কক–সহ তাইল্যান্ডে রাজুর তিনটি সংস্থা রয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। এমনকী ঘনিষ্ঠ এক ব্যক্তির নামে তাইল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে। যদিও বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ারের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে পাল্টা দাবি করেছেন রাজুর আইনজীবী।

কী তথ্য পেয়েছে সিবিআই?‌ সিবিআই সূত্রে খবর, বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ারের সঙ্গে যোগ রয়েছে রাজু সাহানির। তাছাড়া সৌম্যরূপ ভৌমিক তাঁর ঘনিষ্ঠ। তাঁর নামে অ্যাকাউন্ট রয়েছে তাইল্যান্ডে। সেখানে মোটা অঙ্কের টাকা রয়েছে। সঞ্জয় সিং হালিশহরের তৃণমূল পুরপ্রধান রাজু সাহানির অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই চিটফান্ড মামলায় জড়িত। রাজু সাহানির বাড়ি–রিসর্ট থেকে ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।