ফেক ভিডিও শেয়ার করলেন বীরেন্দ্র শেহবাগ! ঝামেলায় পড়লেন বীরু

ফেক ভিডিও শেয়ার করলেন বীরেন্দ্র শেহবাগ! ঝামেলায় পড়লেন বীরু

#মুম্বই: একটি ভিডিও শেয়ার করে বিপাকে পড়লেন বীরেন্দ্র শেহবাগ। জানা গিয়েছে, বীরুর শেয়ার করা সেই ছবিটি আসলে ফেক। নকল এবং এডিটেড ভিডিও শেয়ার করে এবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত রোববার পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়। আর সেই জয়ের পর ভারতীয় সমর্থকদের আর পায় কে! পাকিস্তানকে টিম ইন্ডিয়া হারানোর পর বীরেন্দ্র শেহবাগও প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

রোববার ম্যাচের পর শেহবাগ একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে। জানা গিয়েছে, শেহবাগের শেয়ার করা সেই ভিডিও ফেক।

বীরুর শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বাড়িতে বসে ভারত-পাক ম্যাচ দেখছিলেন। ভারতের কাছে পাকিস্তান চার উইকেটে হারার পরই সেই ব্যক্তি রেগে আগুন হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে সোফা ছেড়ে উঠে গিয়ে বিশাল টেলিভিশন সেটের পর্দা ভেঙে দেন।

এই ভিডিয়ো পোস্ট করে বীরু লিখেছিলেন, ‘প্রতিবেশী, তোমরা এবার শান্ত হও। এটা স্রেফ একটা ম্যাচ ছিল। আমরা এখানে দিওয়ালি উদযাপন করছি। আমরা এদিকে আতসবাজি ফাটাচ্ছি, আর তোমরা সেই সময় টেলিভিশন সেট ভাঙছো। আরে বন্ধু, টেলিভিশনের কী দোষ!’

বীরুর শেয়ার করা সেই ভিডিও ভারত-পাকিস্তান ম্যাচের পরের নয়। অল্ট নিউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতীয় দলের প্রাক্তন ওপেনার যে পোস্ট করেছেন সেটা আসলে ২০১৬ সালের ১৬ জুনের। ওই ভিডিয়োর টাইটেল বলছে, ফুটবল ফ্যান তুরস্ক বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখার পর তাঁর টেলিভিশন সেট এবং ল্যাপটপ ভাঙচুর করছেন।

(Feed Source: news18.com)