যে কোনও বিনিয়োগে নমিনি রাখা দরকার, মিউচুয়াল ফান্ডে নাম যোগ করবেন কী করে?

যে কোনও বিনিয়োগে নমিনি রাখা দরকার, মিউচুয়াল ফান্ডে নাম যোগ করবেন কী করে?

বর্তমানে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। কারণ ১ অগাস্ট থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের নমিনির নাম যোগ করা এবং নমিনির নাম বাদ দেওয়ার বিকল্প যুক্ত করা হয়েছে। ১ অক্টোবর থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে নমিনির নাম অন্তর্ভুক্ত করা অনিবার্য করা হয়েছে। ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই নিয়ম পালন না করলে তাঁদের বিনিয়োগে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে।

সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর জন্য একটি সার্কুলার জারি করেছে। যেখানে জানানো হয়েছে যে, নমিনি করার জন্য কোনও প্রমাণের প্রয়োজন নেই। এক্ষেত্রে নমিনির ফর্মে অ্যাকাউন্ট হোল্ডারের হস্তাক্ষর করা জরুরি। এছাড়াও ই-সাইন সুবিধা উপভোগ করে অনলাইন দাখিল করা নামাঙ্কন/ঘোষণাপত্রে প্রমাণের প্রয়োজন নেই।

নামাঙ্কন সুবিধার মাধ্যমে কোনও বিনিয়োগকারীর মৃত্যু হলে অথবা মৃত্যুর পরিস্থিতি তৈরি হলে সেই ব্যক্তির বিনিয়োগকারীর টাকা পেতে সুবিধা হবে। মিউচুয়াল ফান্ডে এই ধরনের সুবিধা অনেক বছর ধরেই চালু রয়েছে। নামাঙ্কিত ব্যক্তির নিযুক্তিকরণের জন্য আবেদনপত্রে সব সময় একটি কলাম থাকে। বুদ্ধিমান বিনিয়োগকারীরা সবসময় বিনিয়োগ করার সময় নমিনি করে থাকেন।

অফলাইনে যুক্ত করা যাবে নমিনির নাম-

যাঁরা অফলাইনে নমিনির নাম যুক্ত করতে চান, তাঁদের একটি ফর্ম ফিল আপ করে সেটি করতে হবে। সেই নমিনির ফর্মে হস্তাক্ষর করে সেটি জমা দিতে হবে। হস্তাক্ষর করে সেই ফর্ম রেজিস্টার এবং ট্রান্সফার এজেন্ট অথবা মিউচুয়াল ফান্ড হাউসে জমা করতে হবে।

অনলাইনে যুক্ত করা যাবে নমিনির নাম-

অনলাইনের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট খোলা সম্ভব। এক্ষেত্রে অনলাইনেই নমিনির নাম যুক্ত করা যায়। দেখে নিতে হবে যে বিনিয়োগকারীদের ফোলিওতে কোনও নমিনির নাম রয়েছে কি না। যেভাবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার জন্য কাউকে নমিনি করতে হয়, মিউচুয়াল ফান্ডেও অনলাইনে একই ভাবে নমিনি করা সম্ভব।

এক্ষেত্রে যে সকল বিনিয়োগকারী এজেন্টের মাধ্যমে লেনদেন করে থাকেন, তাঁরা এই প্রক্রিয়া টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে অনলাইনে করতে পারবেন। এই ক্ষেত্রে নিজেদের অ্যাকাউন্টে লগ-ইন করার পর ওয়ান টাইম পাসওয়ার্ড-এর সাহায্যে নিজেদের বিবরণ দেওয়া সম্ভব। এক্ষেত্রে যদি সেই অ্যাকাউন্ট জয়েন্ট হয় তাহলে বিনিয়োগকারীদের ভেরিফিকেশনের প্রয়োজন হয়। এর জন্য মোবাইল ফোন অথবা ই-মেলে আলাদা করে ওটিপি পাঠানো হবে।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন একবারের জন্যই করতে হয়। একবার টু-ফ্যাক্টর অথেন্টিকেশন করার পর সবসময় সুরক্ষিতভাবে নিজেদের অ্যাকাউন্টে লেনদেন করা সম্ভব। টু-ফ্যাক্টর অথেন্টিকেশন করে নেওয়ার পর বিনিয়োগকারীরা খুব সহজেই লগ-ইন আইডি, পাসওয়ার্ড এবং একটি জরুরি সিকিউরিটি ইমেজের ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টে লগ-ইন করতে পারেন।

(Feed Source: news18.com)