পাখির চোখ গুজরাত, জিতলে মুখ্যমন্ত্রী কে? পঞ্জাবের ফর্মুলাই নিলেন কেজরিওয়াল

পাখির চোখ গুজরাত, জিতলে মুখ্যমন্ত্রী কে? পঞ্জাবের ফর্মুলাই নিলেন কেজরিওয়াল

#গান্ধিনগর: পঞ্জাবের পর এবার পাখির চোথ গুজরাত৷ নরেন্দ্র মোদি- অমিত শাহের রাজ্যে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছতে গিয়েও তাই চমক দিল আম আদমি পার্টি৷ অরবিন্দ কেজরিওয়াল এ দিন জানিয়ে দিলেন, গুজরাতের জনতাই বেছে নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরা কাকে চান৷

আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা জানতে গুজরাতবাসীর থেকেই নাম চাইল আপ৷ নাম জমা দেওয়ার জন্য এ দিন মোবাইল নম্বর এবং ই মেল আইডি-ও জানিয়ে দিয়েছেন আম আদমি প্রধান৷ আজই গুজরাত নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার কথা ছিল আম আদমি পার্টির৷ কিন্তু সরাসরি কারও নাম ঘোষণা না করে এই চমক দিল অরবিন্দ কেজরিওয়ালের দল৷

গুজরাতে ক্ষমতা দখলে মরিয়া আপ ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে৷ গত কয়েক দিন ধরে গুজরাতের বিভিন্ন প্রান্তে ছোট বড় সভা করছেন কেজরিওয়াল সহ দলের নেতারা৷ এর পাশাপাশি ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থার মতো প্রতিশ্রুতিও দিচ্ছে আম আদমি পার্টি৷

মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম সুপারিশের এই অভিনব প্রচার কৌশল ঘোষণা করতে গিয়ে কেজরিওয়াল বলেন, ‘মানুষ পরিবর্তন চায়৷ তাঁরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব থেকে মুক্তি চায়৷ বিজেপি এক বছর আগে মুখ্যমন্ত্রী বদল করেছে৷ প্রথমে ছিলেন বিজয় রূপানি৷ তাঁর জায়গায় নিয়ে আসা হল ভূপেন্দ্র পটেলকে৷ বিজয় রূপানিকে নিয়ে কী সমস্যা ছিল?’

বিজেপি-কে খোঁচা দিয়ে কেজরিওয়াল আরও বলেন, ‘যখন বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন গুজরাতের মানুষের মতামত নেওয়া হয়নি৷ দিল্লি থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল৷ গণতন্ত্রে মানুষই ঠিক করবে কাকে তাঁরা মুখ্যমন্ত্রী চান৷ ২০১৬ সালেও আপনারা তা মানুষের থেকে জানতে চাননি, ২০২১ সালে মুখ্যমন্ত্রী বদলের সময়ও মানুষের মতামত নেওয়া হয়নি৷’

পঞ্জাবে ইতিমধ্যেই ক্ষমতা দখল করেছে আপ৷ সেখানেও একই পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষের মতামত নিয়েই ভগবন্ত সিং মানকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল বলে এ দিন জানান কেজরিওয়াল৷ কেজরিওয়াল এ দিন জোরের সঙ্গে দাবি করেছেন, গুজরাতে আম আদমি পার্টিই ক্ষমতা দখল করবে৷

এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের নাম জমা দেওয়ার জন্য একটি ফোন নম্বরের ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ নম্বরটি হল ৬৩৫৭০০০৩৬০৷ এই নম্বরে এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ভয়েস মেসেজ পাঠিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানানো যাবে৷ পাশাপাশি একটি ইমেল আইডি-ও চালু করা হচ্ছে৷ সেখানেও নাম পাঠানো যাবে৷

(Feed Source: news18.com)