অ্যাডাম জাম্পা ও ম্যাথিউ ওয়েড ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। তবে অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অশঙ্কা প্রকাশ করছেন যে, বিশ্বকাপ চলাকালীন স্কোয়াডের আরও কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হতে পারেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরে ম্যাকডোনাল্ড বলেন, ‘যেভাবে চলছে, তাতে আরও কিছু ক্রিকেটারের করোনা আক্রন্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আমি একথা বলছি কারণ, ম্যাথিউ ওয়েডের এই ম্যাচে খেলার কথা ছিল। দলের প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ভাইরাস আক্রান্ত হতে পারে।’
পরে অজি কোচ আরও বলেন, ‘জাম্পার শারীরিক অবস্থা একটু খারাপ ছিল। ও খেলার মতো পরিস্থিতিতে ছিল না। আমাদের তাই সতর্কতা অবলম্বন করতে হয়। তবে ম্যাথিউ ওয়েডের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওর তেমন উপসর্গ নেই এবং ও খেলার মতো পরিস্থিতিতে ছিল।’
ম্যাকডোনাল্ড মেনে নেন যে, অস্ট্রেলিয়ার গোটা দলই করোনা আক্রান্ত হতে পারে এবং অন্য দলেও করোনা সংক্রমণের ঘটনা ঘটতে পারে। তাঁর কথায়, ‘জাম্পাকে বাকি দলের থেকে আলাদা রাখা হয়েছিল। ওর সঙ্গে আলাদা করে যোগাযোগ রাখতে হচ্ছিল। তবে অস্বীকার করার উপায় নেই যে, সব দলেই করোনা সংক্রমণের ঘটনা দেখা যেতে পারে।’
দুই অজি তারকা ছাড়া আয়ারল্যান্ডের জর্জ ডকরেল করোনা আক্রান্ত হন। যদিও তিনি মাঠে নামেন। নিয়ম মতো করোনা পজিটিভ চিহ্নিত হলেও মাঠে নামতে কারও অসুবিধা নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচে ম্যাথিউ ওয়েডেরও মাঠে নামার কথা ছিল। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়েডই অস্ট্রেলিয়া দলের একমাত্র বিশেষজ্ঞ উইকেটকিপার। স্কোয়াডের অপর উইকেটকিপার জোশ ইংলিস আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে অস্ট্রেলিয়া দলে নিয়েছে ক্যামেরন গ্রিনকে।