জিতলেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত, কোথায়, কখন দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ?

জিতলেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত, কোথায়, কখন দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ?

পারথ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম দুই ম্যাচই জিতেছে ভারতীয় দল। ধারাবাহিকতা অব্যাহত রাখতে জয়ের লক্ষ্য নিয়েই রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবেন রোহিত শর্মারা। এই ম্যাচে জয় মানে কার্যত নিশ্চিত সেমিফাইনালের টিকিট। অপরদিকে, প্রোটিয়া দলও এখনও বিশ্বকাপে হারেনি। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাই আজকে জয় পেলে তাঁরাও সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে দেবেন।

বিশ্বকাপে নামার আগেই ভারতীয় দল প্রোটিয়া দলকে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। তাই সেই আত্মবিশ্বাসটা কিন্তু থাকবেই। ম্যাচে নজরে মূলত দুই তারকা, কেএল রাহুল (KL Rahul) ও রাইলি রুসো। রাহুল বিশ্বকাপে এখনও পারফর্ম করতে সম্পূর্ন ব্যর্থ। অপরদিকে, রুসো ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর থাকবে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ কবে?

আজ, ৩০ অক্টোবর, রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি আয়োজিত হবে।

কোথায় হবে খেলা?

নতুন পারথ স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।

কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?

ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪.৩০ নাগাদই ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ বিকেল ৪টে নাগাদ।

কোথায় দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি?

স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন।

ম্যাচের সময় আবহাওয়া কেমন থাকবে?  

বৃষ্টিতে বিশ্বকাপের অনেক ম্যাচই ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে। তবে পারথে কিন্তু বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

রাহুলে আস্থা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তারকা ওপেনার কেএল রাহুল খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেলেও, তাঁর ওপরই আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচের আগেরদিন, শনিবার সাংবাদিক সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেন, ‘আমরা এই বিষয়ে (রাহুলের পরিবর্তে পন্থকে দিয়ে ওপেন করানো) কিছুই ভাবছি না। আমার মনে হয় না (রাহুলকে বাদ দেওয়ার জন্য) এটুকু যথেষ্ট। ও যথেষ্ট ভাল ব্যাটিং করছে এবং অনুশীলন ম্যাচগুলিতেও রান পেয়েছে। সুতরাং, এখনই আমরা কিছুই বদল করছি না।’

পাওয়ার প্লেতে রাহুলের মন্থর ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাহুলের মন্থর ব্যাটিং রোহিতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছ। কিন্তু এই বিষয়েও বেশি চিন্তাভাবনা করতে নারাজ রাঠৌর। তাঁর দাবি, ‘প্রত্যেক খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ইনিংস গড়েন এবং প্রত্যেকের খেলার ধরনও ভিন্ন। একটা ভাল পার্টনারশিপে তো দুই ক্রিকেটার একে অপরের পরিপূরক হন। যদি রাহুল ফর্মে ফিরে আসেন, তাহেল ও কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।’

(Feed Source: abplive.com)