মাঝ রাস্তায় শেষ অ্যাম্বুল্যান্সের তেল, অন্ধকার রাস্তায় সন্তান প্রসব যুবতীর!

মাঝ রাস্তায় শেষ অ্যাম্বুল্যান্সের তেল, অন্ধকার রাস্তায় সন্তান প্রসব যুবতীর!

#রায়পুর: সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে যাচ্ছিলেন হবু মা। মাঝ রাস্তায় অ্যাম্বুল্যান্সের তেল ফুরিয়ে গেল। শেষ পর্যন্ত রাস্তার মাঝেই সন্তানের জন্ম দিলেন ওই যুবতী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যপ্রদেশের পান্না জেলায়। ঘটনার কথা জানাজানি হতেই প্রশ্ন উঠছে, চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি নিয়ে। রাস্তার মাঝে মা ও সদ্যোজাতর জীবনের ঝুঁকি নিয়ে সরব হয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেদিনের ঘটনার। শাহনগর এলাকার কাছে বানওলিতে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুল্যান্স। তার পিছনের পাল্লা খোলা, আলো জ্বালানো রয়েছে। পাথুরে রাস্তার উপর কোনও মতে বসে সেখানেই সন্তানের জন্ম দিচ্ছেন মা। রাস্তায় পেতে দেওয়া হয়েছে একটি চাদর।

রাস্তায় প্রসব আদিবাসী যুবতীর

কয়েকজন স্বাস্থ্যকর্মী ওই মহিলাকে সহযোগিতা করছেন সন্তান প্রসবে। রেশমা নামের আদিবাসী সম্প্রদায়ের ওই মহিলা ১০৮ নম্বরে ডায়াল করে অ্যাম্বুল্যান্স ডেকে পাঠিয়েছিলেন। প্রসববেদনা শুরু হওয়ার পর তিনি নিজেই শাহনগর কমিউনিটি হেলথ সেন্টারের অ্যাম্বুল্যান্স ডেকেছিলেন। সরকারি প্রকল্পেই দেওয়া হয়েছে এই সুবিধা।

কিন্তু প্রশ্ন উঠছে, মধ্যরাতে রাস্তায় অ্যাম্বুল্যান্সের তেল ফুরিয়ে গেল? ওই অন্ধকারে গাড়ির আলো জ্বালিয়ে পাথুরে রাস্তার উপর সন্তানের জন্ম দিলেন ওই যুবতী। তাঁর যদি প্রাণ সংশয় হত? কী ভাবে এতটা গাফিলতি করা হল সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পাঠানো অ্যাম্বুল্যান্স? সেই মা ও সন্তান কেমন রয়েছেন তা অবশ্য জানা যায়নি।

(Feed Source: news18.com)