#নয়াদিল্লি: ব্রাজিলে ক্ষমতা চ্যুতি দক্ষিণপন্থী বলসেনারোর৷ বিপুল ভোটে দক্ষিনপন্থীকে শক্তিকে পরাস্ত করে ব্রাজিলের ক্ষমতা দখল করলেন বামপন্থী শক্তির প্রধান লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা৷ তিনি বিপুল ভোটে পরাস্ত করলেন বলসেনারোকে৷
রবিবার জাতীয় নির্বাচনে এক সময়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে কাজ করা দ্যা সিলভা পেলেন প্রায় ৫১ শতাংশ ভোট আর দক্ষিণপন্থী দল পেল মোট ৪৯.১ শতাংশ ভোট৷
সম্প্রতি এক তীব্র রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে ব্রাজিল৷ সেখানে এই নির্বাচনের ফলাফল নিশ্চিন্তে এক নতুন দিকে ইঙ্গিত করছে৷ এখনও পর্যন্ত মোট ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে নির্বাচনের খবর৷ এখনও পর্যন্ত বামপন্থী শক্তি ভোট পেয়েছে মোট ৫৯ মিলিয়ন, এ দিকে দক্ষিণপন্থী শক্তি ভোট পেয়েছে মোট ৫৭ মিলিয়ন৷ আগামী ২০২৩ সালের প্রথম দিনে লুলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন৷
কোভিড পরিস্থিতি সামলানোয় বলসেনারোর ব্যর্থতাই বারংবার উঠে এসেছিল এই নির্বাচনের সময়ে৷ পাশাপাশি, বেসরকারিকরণ থেকে শুরু করে বিভিন্ন বিষয় উঠে এসেছিল এ বারের নির্বাচনে৷ বামপন্থী শক্তি ক্রমাগত এই নিয়ে প্রচার চালায়৷ ব্রাজিলে কোভিড পরিস্থিতিতে বহু মানুষের মৃত্যু হয় দারিদ্র্যে ও অসুস্থতায়৷
সেই পরিস্থিতি থেকে বার করে আনার এক নতুন রাস্তা দেখানোর কথা বলেছিলেন লুলা৷ জয়ের পর লুলা বলেছেন, ‘গণতন্ত্রের জয় হল এতে৷’ লুলার জয়কে সাধুবাদ জানিয়েছেন, পেরুর প্রেসিডেন্ট ও কানাডার প্রেসিডেন্ট৷