মরুভূমিতে হারিয়েছে বেদুইনের আরবি ঘোড়া, ২১ সেকেন্ডে খুঁজে দিতে পারবেন কি?

মরুভূমিতে হারিয়েছে বেদুইনের আরবি ঘোড়া, ২১ সেকেন্ডে খুঁজে দিতে পারবেন কি?

কলকাতা: একটি অপটিক্যাল ইলিউশন খুবই চিত্তাকর্ষক একটি বিষয়। কোনও ফটোগ্রাফ বা আঁকা ছবি এমনকি কোনও দৃশ্যও মানুষের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করতে পারে। শারীরিক, শারীরবৃত্তীয় এবং বৌদ্ধিক বিভ্রমের মতো অনেক ধরনের অপটিক্যাল ইলিউশন তৈরি করা যেতে পারে। এই দৃষ্টি বিভ্রমগুলি মনোবিশ্লেষণ ক্ষেত্রের একটি অংশ। কারণ, এর দ্বারা খানিকটা বোঝা যেতে পারে কোনও ব্যক্তি ঠিক কী ভাবে কোনও বিষয়কে দেখেন।

সাধারণত মানুষের মস্তিষ্ক একটি বস্তুকেই বিভিন্ন কোণ থেকে বিভিন্ন ভাবে উপলব্ধি করতে পারে। এ রকম একটি বুদ্ধিমতার চিত্র এখানে দেখা যায়। এখানে একটি পুরনো ছবি দেখা যাচ্ছে যেখানে মরুভূমিতে এক আরব বেদুইন দাঁড়িয়ে রয়েছেন একটু ঝুঁকে। পিছনে তাঁবু, খেজুর গাছ, আরও কিছু মানুষ। কিন্তু এরই মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে বেদুইনের আরবি ঘোড়াটি।

খুবই উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কম সময়ের মধ্যে বেদুইনের লুকানো আরবি ঘোড়াটি খুঁজে পেতে পারেন।

আরও পড়ুন– জেলায় জেলায় আজ থেকে ‘দুয়ারে সরকার’, এবারে থাকছে ২৭ টি প্রকল্প

উপরের চিত্রটি একটি জটিল ধাঁধা হিসাবে উদ্ভুত হয়েছিল এবং মূলত শিশুদের জন্যই তৈরি করা হয়েছিল। এই অপটিক্যাল ইলিউশনটির চ্যালেঞ্জ হল ছবির ভিতরে লুকিয়ে থাকা ঘোড়াকে খুঁজে বের করা।

ছবিতে দেখা যাচ্ছে যে, মরুভূমিতে দু’জন বেদুইন রয়েছেন। কিন্তু কোথাও কোনও ঘোড়ার চিহ্ন মাত্র নেই। চিত্রটি দেখে হাজার হাজার মানুষ সেই আরবি ঘোড়ার সন্ধান শুরু করেছেন। কিন্তু অনেক কেশ উৎপাটনের পরও তার খোঁজ মেলেনি।

সুতরাং, এটাই চ্যালেঞ্জ। মাত্র ২১ সেকেন্ডে কি খুঁজে পাওয়া যাবে বেদুইনের আরবি ঘোড়া!

দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী চিত্রটি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করলে কিন্তু আরবি ঘোড়ার সন্ধান পাওয়া খুব কষ্টকর নয়। যদিও আপাত ভাবে মরভূমির বুকে ঘোড়া খুঁজে পাওয়া কঠিন বলে মনে হতে পারে। তবে ঘোড়া খোঁজার জন্য একটি কৌশল অবলম্বন করতে হবে।

আরও পড়ুন– রয়েছে বিবাহযোগ, অর্থপ্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনা! বুধ ও শুক্রের গোচরে সার্বিক সাফল্যের মুখ দেখবেন কোন রাশির জাতক-জাতিকারা?

প্রথমেই ছবিটিকে ডান দিকে কাত করে নিতে হবে। তা হলে ঘোড়ার চেহারা বেশ স্পষ্ট হয়ে যেতে পারে। আসলে সামনে দাঁড়িয়ে থাকা বেদুইনের ডান হাতে এবং পোশাকের মধ্যেই খুঁজে পাওয়া যেতে পারে ঘোড়াখানা।

মাত্র ২১ সেকেন্ডে মরুভূমির ভিতরে লুকানো আরবি ঘোড়াটিকে সনাক্ত করতে পারলে বুঝতেই হবে বুদ্ধিমত্তার চূড়ান্ত কক্ষে রয়েছেন ব্যক্তি!

(Feed Source: news18.com)