কলকাতা: মনের একটা গোপন দিক প্রকাশ করে ফেলতে পারে অপটিক্যাল ইলিউশন, অন্তত তেমনই মনে করে বিজ্ঞান। তা ছাড়া বুদ্ধির ধার খানিকটা শানিয়ে নেওয়ার পক্ষেও এগুলি যথেষ্ট কার্যকর।
সমীক্ষা রিপোর্ট বলেছে, অপটিক্যাল ইলিউশন মনোবিশ্লেষণ ক্ষেত্রের একটি অংশ। এতে কোনও ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করা সম্ভব। একজন মানুষের স্বাভাবিক মস্তিষ্ক যে কোনও বস্তু বা ছবি বা দৃশ্যকে এক এক কোণ থেকে এক এক ভাবে দেখতে পারে, উপলব্ধি করতে পারে। আর তখনই তৈরি হতে পারে দৃষ্টি বিভ্রম।
এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এখানে একটি ওয়ারড্রোবের ভিতরে কোথাও লুকিয়ে রয়েছে একটি বিড়াল। তাকে খুঁজে বের করাই চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জে বলা হয়েছে, মাত্র ২ শতাংশ মানুষই এই লুকনো বিড়াল খুঁজে বের করতে পারেন।
ছবি ভাইরাল হওয়ার পরই শিশু থেকে বয়স্ক সকলেই বিড়াল খুঁজতে বেরিয়ে পড়েন। কিন্তু বিষয়টি অত সহজ নয়। আর সহজ নয়, তার কারণ এই বিস্তর ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়ের ভিতর থেকে বিড়ালটি খুঁজে বের করতে হবে মাত্র ১৫ সেকেন্ডে। চ্যালেঞ্জে দাবি করা হয়েছে মাত্র ২ শতাংশ মানুষই এই সাফল্য পেতে পারেন। আর সেই অনুযায়ী এই ২ শতাংশ মানুষের বুদ্ধির ধার যে প্রবল, তা বলতেই হয়।
নিজের আইকিউ একবার পরীক্ষা করেই দেখা যাক—
ভাল করে ছবিটি নিরীক্ষণ করলেই হয় তো খুঁজে পাওয়া যেতে পারে সেই দুষ্টু বিড়ালকে। আর তাতেও যদি না পাওয়া যায়, তা হলে সাহায্য করা যেতেই পারে।
ছবিটি ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে ওয়ারড্রোবের ভিতরে একটি কাপড় ঝুলছে। সেখানে হাতব্যাগ, টুপি, জুতো এবং স্যুটকেস রাখা আছে। এ সবের মাঝখান থেকেই খুঁজে বের করতে হবে বিড়ালটিকে।
বিড়ালটি সব থেকে নিচের তাকের ভিতরে লুকিয়ে আছে, যেখানে এক জোড়া হলুদ স্যান্ডেল রাখা রয়েছে। এবার খুঁজে পাওয়া গেল?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
(Feed Source: news18.com)