মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে ৫১ তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভাটি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, সমবায় ইউনিয়ন ও সমবায় বিভাগ আয়োজন করে।
প্রথমে রেলিটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আবার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি নিয়ে আলোচনা হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অবস্) মো. আদিবুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মো. আবু জাফর মিয়া,সদর উপজেলা সমবায় অফিসার মো. রাজ্জাকুল্লাহ পাটোয়ারি, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মোকলেছুর রহমান খোকন, সাধারন সম্পাদক কাউন্সিলর নার্গিস আক্তার, সহ-সভাপতি এ কে এম নুরউদ্দীন শুভ্র, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সান নিউজ/এসআই