এই যুবকই টেনে ধরেন হামলাকারির বন্দুক ধরা হাত, লক্ষ্যভ্রষ্ট ৬ রাউন্ড গুলি

এই যুবকই টেনে ধরেন হামলাকারির বন্দুক ধরা হাত, লক্ষ্যভ্রষ্ট ৬ রাউন্ড গুলি

#পাকিস্তান:  ট্রাকের মাথায় ইমরান খান। দু’পাশে অনুগামীদের ভিড়। হঠাৎই ছুটে এল গুলি। লুটিয়ে পড়লেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তোলপাড় পাকিস্তান। বৃহস্পতিবার ইমরান খানের মিছিলে চলল এলোপাথারি গুলি।

অনুমান, ইমরানের উপর হামলা চালায় একাধিক হামলাকারি। এক হামলাকারির পিছনেই ছিলেন বছর ৩০-এর এক যুবক। তিনি আততায়ীর বন্দুক ধরা হাতটি টেনে নেন । লক্ষ্যভ্রষ্ট হয় ছ’রাউন্ড গুলি। এই গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বর্তমানে এই যুবক পাকিস্তানের ‘হিরো’! সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হামলাকারীর হাতে বন্দুক, বন্দুকটির নল আকাশের দিকে তাগ করা। কারণ পিছন থেকে তাঁর বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তাঁর পরণে লাল-সাদা-নীল একটি টি-শার্ট। তবে যুবকের নাম বা পরিচয় এখনও পাকিস্তানের কোনও সংবাদমাধ্যম প্রকাশ্যে আনেনি। পাকিস্তানের জিও টিভি সূত্রে জানা গিয়েছে, ওই বন্দুক থেকে মোট ছ’রাউন্ড গুলি চলেছে তবে  লক্ষ্যে লাগেনি।

তহরিক-ই-ইনসাফের কর্মসূচি চলার সময় গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তাঁর ডান পায়ে গুলি লাগে, আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ইমরানের পায়ে ৪টে গুলি লাগে। গুলিতে ইমরান খান-সহ জখম ১৫ জন।

পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি আচমকাই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। একে-৪৭ থেকে গুলি চালানো হয় ইমরানকে লক্ষ্য করে। গুলি লাগার পর দলের কর্মীদের ইমরান জানান, ” আল্লাহ আমায় নতুন জীবন দিয়েছে। আমি ফিরে আসব, লড়াই করে জবাব দেব। আমি জানি, আমায় মেরে ফেলার উদ্দেশেই গুলি চালানো হয়েছিল। আমায় খুন করতে চেয়েছিল, কিন্তু ওরা জানে না, ঈশ্বর আমায় রক্ষা করছে।”

জানা যাচ্ছে, পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে শুক্রবার দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান খান। সেখান থেকে তাঁরা সবাই প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাবেন। তার আগে ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে।

(Feed Source: news18.com)