নেতাজি নগর: চিকিৎসকের স্ত্রীকে হেনস্থা, পুলিশের টালবাহানা, পরে গ্রেফতার অভিযুক্ত

নেতাজি নগর: চিকিৎসকের স্ত্রীকে হেনস্থা, পুলিশের টালবাহানা, পরে গ্রেফতার অভিযুক্ত

গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে এক চিকিৎসকের স্ত্রীকে হেনস্থা করার অভিযোগ। টালিগঞ্জের নেতাজি নগরের ঘটনা। এমনকী অভিযোগ নিতেও পুলিশ নানা টালবাহানা করে বলে অভিযোগ। তবে আশার কথা শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত লক্ষ্মীকান্ত ঘোষকে গ্রেফতার করেছে। তবে গোটা ঘটনায় ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে কর্মসূত্রে ওই মহিলার স্বামী ফ্রান্সে থাকেন। ওই মহিলা একটি কমিউনিটি কিচেন চালান। বাঘাযতীনে সেই কিচেনের সামনে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হওয়ার জেরে তিনি পাশের গলিতে গাড়়ি পার্ক করেছিলেন। গত ৩ নভেম্বর সন্ধ্যায় একজন চিৎকার করে বলতে শুরু করেন, গাড়ি না সরালে ভেঙে দেব। এরপর তিনি বেরিয়ে দেখেন একটি ম্যাটাডর ও একটি রিক্সা রয়েছে গাড়ির পাশেই। কিচেনের এক কর্মী রিক্সাটিকে ধাক্কা দিতেই ম্যাটাডর চালক চলে আসে। এরপর মহিলাকে ধাক্কা দেন বলে অভিযোগ। ম্যাটাডর দিয়েও গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এরপর থানায় অভিযোগ জানাতে গেলেও নানা টালবাহানা করা হয় বলে অভিযোগ। নেতাজি নগর থানাও প্রথমে অভিযোগ নিয়ে অস্বীকার করে বলে মহিলার অভিযোগ। জেরক্স মেশিন খারাপ আছে এই অজুহাত তোলা হয়। পরে তারা অভিযোগ নেন। এরপর অভিযুক্তকে ধরতেও শুরু হয় আর এক প্রস্থ উদাসীনতা। শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

(Feed Source: hindustantimes.com)