#নয়াদিল্লি: পশু-পাখি ভালবাসেন এমন মানুষের সংখ্যা কম নেই। মানুষ কাউকে সম্পূর্ণ ভাবে ভরসা না করতে পারলেও । পশু-পাখি একবার কাউকে ভরসা করা শুরু করলে মৃত্যুর আগে পর্যন্ত তাকে ভরসা করে । কিন্তু পাখি ও মানুষকে একই প্লেটে খাবার খেতে দেখেছেন কখনও?
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্য়মে। একই প্লেটে খাবার খেতে দেখা গিয়েছে একটি পাখি ও মানুষকে। টুইট্যারে শেয়ার হওয়া এই ভিডিও দেখে আবেগের ঝড় উঠেছে পশু-পাখ প্রেমীদের মধ্যে।
আরও পড়ুন: স্বচক্ষে ভূত দেখতে চান? ভারতের এই ৫ জায়গায় ভয়ঙ্কর অশরীরীর খোঁজ মিলতে পারে
The joy is greater,
when we eat together! pic.twitter.com/4qb6vq78sF— Dipanshu Kabra (@ipskabra) November 5, 2022
আইপিএস অফিসার দীপাংশু কাবড়া ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের কমেন্টের ঝড় বয়ে গিয়েছে ।
ভিডিওতে দেখা গিয়েছে, একই থালা থেকে ভাত খাচ্ছে এক ব্যক্তি ও একটি শালিক পাখি। পাখিটি একেবারেই ভয় পেয়ে উড়ে যাচ্ছে না বরং ব্যক্তি নিজের মাখা ভাত তাকে তুলে দিলে , তাও মনের সুখে খেয়ে যাচ্ছে পাখিটি। এই পাখি ও মানুষের ভালবাসার ভিডিওটি প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় ।