IPL 2022: রবিবার গুজরাতের মুখোমুখি ধোনির চেন্নাই, কী খবর দুই শিবিরের, জেনে নিন সম্ভাব্য একাদশ সহ বিস্তারিত

IPL 2022: রবিবার গুজরাতের মুখোমুখি ধোনির চেন্নাই, কী খবর দুই শিবিরের, জেনে নিন সম্ভাব্য একাদশ সহ বিস্তারিত

চেন্নাই সুপার কিংস:

গুজরাতের বিরুদ্ধে নামার আগে এক প্রস্থ নাটক চলে চেন্নাই সুপার কিংসের অন্দরে। শনিবারু দুপুর ১২:৪৬ নাগাদ টুইট করে অবসরের কথা ঘোষণা করেন চেন্নাই সুপার কিংসের অম্বতি রায়ডু। এর কিছু সময়ের মধ্যেই সেই টুইট ডিলিট করে দেন তিনি। পরে সিএসকে-র মুখ্য আধিকারিক জানান, নিজের পারফরম্যান্সে খুশি না হতে পরেই হয়তো এমনটা আবেগের বশে লিখে ফেলেছিলেন রায়ডু। উনি দলের সঙ্গেই রয়েছেন। পাশাপাশি চেন্নাইয়ের দীর্ঘ দিনের সৈনিক রবীন্দ্র জাডেজার সঙ্গে ম্যানেজমেন্টের সম্পর্কের অবনতির কথাও সামনে এসেছে। জাডেজাএই টুর্নামেন্টে আর খেলবেন না চোটের কারণে, তিনি মরসুমের শুরুতে অধিনায়ক ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড় এবং ডেভন কনওয়ে ভাল শুরু করতে পারেননি, যদিও শেষ কয়েকটি ম্যাচে তারা ভালই পারফর্ম করেছিলেন। সিএসকের জার্সিতে প্রথম মরসুমেই চমকে দিয়েছেন মুকেশ চৌধুরী, নতুন বলে তাঁর উইকেট তুলে দেওয়ার দক্ষতা মুদ্ধ করেছে প্রাক্তন ক্রিকেটারদের। নতুন বলে উইকেট পাচ্ছেন সিমরনজিৎ সিং-ও। গুজরাতেরবিরুদ্ধে সিএসকে-কে জিততেহলে ব্যাটসম্যানদের পাশাপাশি এই জুটিকেওভাল খেলতে হবে।

গুজরাত টাইটানস:

গুজরাত টাইটানস:

এখনও পর্যন্ত দারুণ গিয়েছে আইপিএল-এ নবাগত গুজরাত টাইটানসের এই টুর্নামেন্ট। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম প্রথম দল হিসেবে আইপিএল-এর প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাত। শেষ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টকে ৬২ রানে পরাজিত করেছেন হার্দিকের দল। ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল ওপেনিং-এ প্রতি ম্যাচেই ভরসা দিচ্ছে। হার্দিক নিজেও ছন্দে রয়েছেন। মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে ছন্দে রয়েছেন ডেভিড, রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান।
দুর্দান্ত ছন্দে রয়েছে মহম্মদ শামি, গত ম্যাচেও দারুণ পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। হার্দিকের সঙ্গে নতুন বলে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। বল হাতে ভেলকি দেখাচ্ছেন রশিদ খানও। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নেওয়ার জন্য রশিদ খান নামটাই যথেষ্ট। এছাড়া গুজরাতের বোলিং লাইনকে শক্তি জোগাচ্ছে সাই কিশোর, যশ দয়ালের মতো তরুণরা।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

ব্যাটিং সহায়ক পিচ উপহার দেওয়ার জন্য বিখ্যাত ওয়াংখেড়ের স্টেডিয়াম। উইকেটে ভাল বাউন্স রয়েছে, বল সরাসরি ব্যাটে আসবে, উইকেটে কামড়ে বল আসার কোনও বিষয় নেই। দুপুরের দিকে ম্যাচ হলেও দ্বিতীয় ইনিংসের শেষের দিকে শিশির একটা ফ্যাক্টর হতে পারে, তবে সেটা খুব বেশি হলে পাঁচ বা ছয় ওভারের জন্য। এই উইকেটে টসে জিতে প্রথমে বোলিং করাই উচিৎ হবে। ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে গড় রান ১৭৫-১৮৫। রানা তাড়া করা দল ৬০ শতাংশ ম্যাচ জেতে এখানে।

আবহাওয়া:

আবহাওয়া:

খেলার জন্য আদর্শ আবহাওয়া থাকবে। ম্যাচের সময়ে তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, রাতের দিকে তা কমে হবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫ শতাংশ। দিনের বেলায় আপেক্ষিক আদ্রতা থাকবে ৬৭ শতাংশ এবং রাতে তা বেড়ে দাঁড়াবে ৭৪ শতাংশ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:

ঋতুরাজ গায়েকোয়াড, ডেভন কনওয়ে, রবীন উথাপ্পা, অম্বতি রায়ডু, মঈন আলি, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক এবং অধিনায়ক), ডোয়েন ব্র্যাভো, সিমরনজিৎ সিং, মহেশ থিকশানা, মুকেশ চৌধুরী

গুজরাত টাইটানস:

গুজরাত টাইটানস:

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, আলজারি জোসেফ, যশ দয়াল, মহম্মদ শামি

https://bengali.oneindia.com/img/2022/05/xvarunevenkkrsize-1652556419.jpg.pagespeed.ic.naRHoi7zlh.jpg