ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- বছর গড়ালেই পঞ্চায়েত ভোট। তা নিয়ে এখন থেকেই হাওয়া গরম। এবার সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মুখে কোচবিহার-দাওয়াই। এ নিয়ে তরজা তুঙ্গে। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে তৃণমূল গন্ডগোলের চেষ্টা করলে আমরা কোচবিহার দাওয়াই দেব…।’’
তেইশে পঞ্চায়েত ভোট। গ্রামের লড়াই। এখন থেকেই বঙ্গ রাজনীতির হাওয়া গরম। রবিবার সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলেন কোচবিহার দাওয়াই। একুশের বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। প্রাণ হারান পাঁচ জন। এ নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটে তৃণমূল যদি গন্ডগোল পাকানোর চেষ্টা করে তাহলে কোচবিহার দাওয়াইয়ের হুঙ্কার দিলেন সুকান্ত। তাহলে কি শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তির কথা মনে করালেন? কার্যত এই প্রশ্নে নিরুত্তর থেকে সুকান্ত শুধু বললেন, ‘‘তৃণমূল গন্ডগোল পাকানোর চেষ্টা করলে আমরা কোচবিহার দাওয়াই দেব।’’
বর্তমানে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে রয়েছেন সাংগঠনিক বৈঠকে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মূলত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বৈঠক সারছে বঙ্গ বিজেপি। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কোচবিহার দাওয়াইয়ের হুঙ্কার শোনা গেল সুকান্ত মজুমদারের মুখে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও চড়তে শুরু করেছে রাজনীতির পারদ।
সন্ত্রাসের পাল্টা সন্ত্রাস! ইতিমধ্যেই নিদান দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আর আরেক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, ‘‘রাজ্য পুলিশের তদারকিতে পঞ্চায়েত ভোট হলে রক্তগঙ্গা বয়ে যাবে।’’ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যদি শাসক দল তৃণমূল হিংসার আশ্রয় নেয় তবে মারের বদলা মারের নিদান দিয়েছেন অগ্নিমিত্রা পালও। যা শুনে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ‘‘সরকার শান্তিতেই ভোট করাবে। তবে কেউ যদি কেঁচো হয়ে লাফালাফি করে তাহলে আমরা তাদের দিকে সাপ হয়ে ফণা তুলবো না। উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকুন।’’ যদিও ফিরহাদ হাকিমের মন্তব্যকে গুরুত্ব না দিয়েই লকেট, অগ্নিমিত্রা, দিলীপ ঘোষের পর এবার ‘কোচবিহার দাওয়াই’-এর কথা শোনা গেল সুকান্ত মজুমদারের মুখে।