নেই পোগবা ও কঁতে, কাতার বিশ্বকাপের ২৫ সদস্যের দল ঘোষণা করল ফ্রান্স

নেই পোগবা ও কঁতে, কাতার বিশ্বকাপের ২৫ সদস্যের দল ঘোষণা করল ফ্রান্স

প্যারিস: রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল। কাতারে ২০২২ বিশ্বকাপে (FIFA World Cup 2022) খেতাব রক্ষার লড়াই তাদের সামনে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

বুধবার রাতে প্যারিসে সংবাদিক সম্মেলন করে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন দেশঁ। চোটের জন্য ফ্রান্সের বিশ্বকাপের দলে নেই মিডফিল্ডার এনগোলো কঁতে ও পল পোগবা। তবে আক্রমণভাগে ফিরেছেন এ বছরই ব্যালঁ ডি’অর পুরস্কার পাওয়া করিম বেঞ্জেমা।যদিও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে তিনি ম্যাচ ফিট নন বলেই মনে করা হচ্ছে। তবে ৩৫ বছর বয়সী স্ট্রাইকার বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে জানিয়েছেন দেশঁ। বলেছেন, ‘করিম জানে বিশ্বকাপ ওর জন্য গুরুত্বপূর্ণ। ২২ নভেম্বর প্রথম ম্যাচ খেলার জন্য ও সর্বস্ব দিয়ে চেষ্টা করবে।’

চোট থাকা ডিফেন্ডার রাফায়েল ভারানকেও কাতারে নিয়ে যাচ্ছেন ফ্রান্স কোচ। ম্যান ইউনাইটেডের ডিফেন্ডারও প্রথম ম্যাচের আগে ম্যাচ ফিট হয়ে যাবেন বলে বিশ্বাস ফরাসি কোচের। দেশঁ বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচ যেহেতু ২২ তারিখ, প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পাব।’

ফ্রান্সের বিশ্বকাপ দলে রাখা হয়েছে অলিভিয়ের জিহুকেও। গত বছরের ইউরোর পর এসি মিলান স্ট্রাইকারকে দলে ডাকা হলো এই প্রথম। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সব ম্যাচে খেললেও কোনও গোল করতে পারেননি তিনি। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ। দেশঁ বলেছেন, ‘আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের চেয়ে তো বড় কিছু নেই। তবে খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে।’

Reels

২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের কাতার অভিযান। ‘ডি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া।

বিশ্বকাপের ফ্রান্স দল:

গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, উইলিয়াম সালিবা, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়েন র‍্যাবিয়ত, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।

ফরওয়ার্ড: করিম বেঞ্জেমা, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিহু, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে ও ক্রিস্তোফার এনকুনকু।

(Feed Source: abplive.com)