মদের নেশায় কাবু হাতির দল! ঢোল বাজিয়ে ঘুম ভাঙালেন বনকর্মীরা, ঘটনায় হতবাক দেশ

মদের নেশায় কাবু হাতির দল! ঢোল বাজিয়ে ঘুম ভাঙালেন বনকর্মীরা, ঘটনায় হতবাক দেশ

#ভুবনেশ্বর: মদ খাওয়া শরীরের জন্য অত্যন্ত খারাপ। কিন্তু তারপরেও মদ খেতে ভালবাসেন এমন লোকের সংখ্যা কম নেই । কিন্তু হাতি মদ খায় এরকম কখনও শুনেছেন?  শুধু তাই নয়, মদ খেয়ে একেবারে নেশায় লুটিয়ে পড়তে দেখেছেন কখনও?  শুনতে অবাক লাগলেও সম্প্রতি এরকমই এক ঘটনা ঘটেছে, ওড়িশার কাজু ফরেস্টে।

ওড়িশার কেওনঝড় জেলার শিলিপাড়ার কাজু ফরেস্টে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। মদের নেশায় লুটি পড়েছে  একদল হাতি।  মহুয়ার নেশা সম্পর্কে অনেকরই অজানা। মহুয়া খেয়ে নেশা করার প্রবণতা মূলত গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু জানলে অবাক হবেন, ওড়িশার এই জঙ্গলে মহুয়া খেয়ে ফেলে একদল হাতি। নেশার ঠেলায় একেবারে অঘোর ঘুমে নেতিয়ে পড়ে তারা।

সম্প্রতি এই জঙ্গলে দেশি মদ তৈরি করছিলেন চাষিরা। মহুয়া ফুল জলে ভিজিয়ে মদ তৈরির জন্য হাঁড়িতে রেখেছিলেন । কিন্তু তারপরেই ঘটল এই অঘটন।  পরের দিন সকালে  বনে পৌঁছে  চাষিরা দেখলেন  জল ভেবে মহুয়া খেয়ে নিয়েছে একদল হাতি। মদের নেশায় লুটি পড়ে আছে তারা।

জানা গিয়েছে প্রায় ২৪টি হাতি নেশা করে পড়েছিল। ঘটনাটি জানাজানির পর স্থানিয় বাসিন্দাদের ভিড় জমে যায় জঙ্গলে। হাতিদের ঘুম থেকে তোলার চেষ্টা করেন তাঁরা । কিন্তু কিছুতেই হাতির দলকে জাগানো যায়নি। পরে অপারক হয়ে বনবিভাগে খবর দেন তাঁরা।

পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। হাতিদের ঘুম থেকে তোলার চেষ্টা করেন বমকর্মীরা। কিন্তু কিছুতেই তাদের ঘুম ভাঙানো যায় না। পরে ঢোল বাজিয়ে হাতিদের ঘুম ভাঙান বনকর্মীরা। তবে সব হাতিই শারীরিক ভাবে সুস্থ আছে বলে জানা গিয়েছে।

(Feed Source: news18.com)